Madhyamik Passed Job: মাধ্যমিক পশে পরীক্ষা না দিয়ে সরকারী চাকরি, কীভাবে আবেদন দেখুন

 

রাজ্যের পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ রেশম শিল্প অধিকার দপ্তরে তসর বন্ধু পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রার্থী নিয়োগ করা হবে সম্পূর্ণ অস্থায়ী পদে। কোন পদে নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ আরও বিস্তারিত তথ্য জানতে পুরোটা পড়ুন।

পদের নাম- তসর বন্ধু।

শূন্যপদ- মোট ২ টি।

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। সঙ্গে তসর চাষের সাধারণ জ্ঞান ও স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত থাকতে হবে। তসর চাষ সংক্রান্ত প্রশিক্ষণ থেকে থাকলে অগ্রাধিকার পাবেন।

বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

বেতন- প্রতি মাসে ৫,০০০ টাকা।

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। দরখাস্তের ফর্ম রানিবাঁধ ব্লক অফিস থেকে পাওয়া যাবে অথবা বাঁকুড়া জেলার নির্দিষ্ট ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- প্রার্থী তার পূরণ করা আবেদন পত্র ও প্রয়োজনীয় সমস্ত নথির স্বপ্রত্যায়িত নকল কপি একটি মুখ বন্ধ খামে ভরে রানিবাঁধ ব্লকের ড্রপবক্সে জমা করতে হবে।

নির্বাচন পদ্ধতি- ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।

নিয়োগের স্থান- বাঁকুড়া জেলার অন্তর্গত রানিবাঁধ ব্লকে। প্রার্থীকে অবশ্যই রানিবাঁধ ব্লকের অধিবাসী হতে হবে।

আবেদনকারীকে দরখাস্তের সঙ্গে যা যা দিতে হবে তা নিম্নোক্ত-

  • ১) ভোটার কার্ড ও আধার কার্ড।
  • ২) তসর চাষীদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য একটি বাইসাইকেল ও স্মার্টফোন।
  • ৩) যে কোন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় সেভিংস ব্যাংক একাউন্ট থাকতে হবে।
  • ৪) আবেদনকারী তসর চাষী পরিবারভুক্ত কিনা সেই সংক্রান্ত একটি শংসাপত্র আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
  • ৫) আবেদনকারীকে অবশ্যই রানিবাঁধ ব্লকের অধিবাসী হতে হবে।

আবেদন করার শেষ তারিখ- ০৭/০১/২০২২ সকাল ১১টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। সরকারি ছুটির দিনগুলো ছাড়া প্রার্থীরা তাদের আবেদন পত্র প্রত্যেকদিনই জমা করতে পারবেন।

ইন্টারভিউ এর তারিখ ও সময়- ১০/০১/২০২২,সকাল ১১ টা থেকে শুরু হবে।

ইন্টারভিউর স্থান- রানিবাঁধ ব্লক অফিস।


Previous Post Next Post