Lakshmir Bhandar: রাজ্যে জারী আংশিক লকডাউন,তবে কি জানুয়ারিতে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেননা?

Laxmir bhandar

 ক্রমেই ভয়ঙ্কর আকার ধারণ করছে করোনার সংক্রমণ। হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তার ওপর করোনার নতুন স্ট্রেন ওমিক্রণের বাড়বাড়ন্ত। অর্থাৎ করোনার তৃতীয় ঢেউ যে আসন্ন তা একপ্রকার নিশ্চিত।

এমত অবস্থায় রাজ্যে ফের জারী হয়েছে কড়া বিধিনিষেধ। বন্ধ করা হয়েছে স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয় গুলি। সময় বেধে দেওয়া হয়েছে লোকাল ট্রেনের। এখন লোকাল ট্রেন চলবে রাত ১০ টা অব্দি। সেই সঙ্গে জিম,সুইমিং পুল, পার্লার গুলিও আপাতত ভাবা বন্ধ করা হয়েছে। শুধু তাই নয়, সময় বেধে দেওয়া হয়েছে সিনেমা হল, রেস্তোরা,বার,শপিং মল গুলিতেও।

এরই সঙ্গে রাজ্য জুড়ে ২ জানুয়ারি থেকে যে দুয়ারে সরকার ক্যাম্প হওয়ার কথা ছিল তাও আপাতত ভাবে স্থগিত করা হয়েছে যা কিনা আবার ১ ফেব্রুয়ারি থেকে করার কথা বলা হয়েছে।

এসবের মধ্যে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পান তাদের মধ্যে অধিকাংশের মনে বর্তমানে একটা প্রশ্ন জাগছে যে “এই আংশিক লকডাউনের মধ্যে আমরা যেমন টাকা পাচ্ছিলাম তেমন জানুয়ারি মাসেও পাবো তো?"

আমরা সবাই জানি লক্ষ্মীর ভান্ডার হলো রাজ্য সরকারের এবারের খুবই উল্লেখযোগ্য প্রকল্প যেখানে ২৫-৬০ বছরের SC/ST মহিলারা প্রতি মাসে পান ১০০০ টাকা এবং বাকিরা পান ৫০০ টাকা করে।

তো আপনাদের জানিয়ে রাখি, এই আংশিক লকডাউন বা কড়া বিধিনিষেধের সঙ্গে লক্ষ্মীর ভান্ডারের টাকার কোনো সম্পর্ক নেই। এই আংশিক লকডাউন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার ওপর কোনোরূপ প্রভাব ফেলবে না। আপনারা যেমন ভাবে প্রতিমাসে টাকা পাচ্ছিলেন সেরকম ভাবেই পাবেন। জানুয়ারি মাসের টাকাও আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন।

Previous Post Next Post