পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে গ্রুপ D পদে চাকরি ২০২২ । মাধ্যমিক পাশ/ফেলে আবেদন করুন । Punjab National Bank Sweeper Recruitment 2022



 ভারতের একটি রাষ্ট্রায়ত ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে গ্রুপ D পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । এখানে আবেদন করার জন্য কোন প্রকার আবেদন ফি লাগবে না, তার সাথে পরীক্ষা ইন্টারভিউ কিছুই হবে না। সরাসরি নিয়োগ করা হবে ।

চলুন বিস্তারিত জেনে নিই, কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে।


পদের নাম:- Group D( পার্ট টাইম সুইপার) এখানে শুধুমাত্র এই একটি পদেই অনেক গুলি শূন্যপদে নিয়োগ করা হবে। 


শিক্ষাগত যোগ্যতাঃ সর্বাধিক ১০ম শ্রেণিমান অনুত্তীর্ণ। কোনও সর্বনিম্ন যােগ্যতা নেই এবং এমনকি নিরক্ষর ব্যক্তিও পিটিএস পদে নিয়ােগের যােগ্য।


বয়সঃ  ০১,০১,২০২২ তারিখের ভিত্তিতে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বাধিক ২৪ বছর।


মাসিক বেতন:- 15,500 - 28,145 টাকা


নিয়োগের স্থান:- এই চাকরিটি আপনাকে উত্তর 24 পরগণা জেলার বিভিন্ন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে গিয়ে চাকরি করতে হবে। 


সিলেকশন প্রসেসঃ কোন ইন্টারভিউ হবে না । এই পদে প্রার্থী বাছাই হবে কেবলমাত্র বয়স ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ।


আবেদন পদ্ধতি:- সরাসরি অফলাইনে আবেদনপত্র জমা করতে হবে। 


আবেদনপত্র এর সঙ্গে কি কি নথিপত্র দিতে হবে:- 

আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট,

মাধ্যমিকের এডমিট কার্ড,

আধার কার্ড

ভোটার কার্ড

প্যান কার্ড

4 কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো,

জন্মের প্রমাণপত্র,

বাসিন্দা সার্টিফিকেট ( প্রধান বা কোন আধিকারিক এর নিকট থেকে আনতে হবে)


আবেদনের শেষ তারিখ:- আবেদনের জন্য আপনাকে ২৫ জানুয়ারি তার আগে নিদিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। 


আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানায়:-

THE CHIEF MANAGER (HRD), PUNJAB NATIONAL BANK, CIRCLE OFFICE North 24 Pargana , যশোর রোড, সেঠপুকুরের কাছে, বারাসাত, কলকাতা, 700124, WEST BENGAL.




Tags:  punjab national bank recruitment 2021,punjab national bank recruitment 2021 west bengal,punjab national bank,west bengal job,panjab national bank recruitment 2021,west bengal pnb bank jobs vacancy 2021,west bengal latest job,west bengal pnb bank peon recruitment 10th pass,pnb bank recruitment 2021,west bengal pnb bank staff recruitment 8th pass,west bengal punjab bank staff recruitment 10th pass,punjab national bank job salary 2021 west bengal vacancy . 
Previous Post Next Post