Class 6 Model Activity Task Science Part 9 January 2020 Answer | ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ১ জানুয়ারী ২০২২



 Model Activity Task January 2022

পরিবেশ ও বিজ্ঞান 

ষষ্ঠ শ্রেণী (Class – VI)

পূর্ণমান – ২০

Class 6 Science Model Activity Task January 2022 Solution


১. শূন্যস্থান পূরণ করো : ১ × ৩ = ৩

১.১ সিঙ্কোনা গাছের ছাল থেকে __________ পাওয়া যায়।

উত্তর:  সিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়।


১.২ সবুজ উদ্ভিদ খাবার তৈরি করার সময় পরিবেশে __________ গ্যাস ত্যাগ করে।

উত্তর: সবুজ উদ্ভিদ খাবার তৈরি করার সময় পরিবেশে অক্সিজেন গ্যাস ত্যাগ করে।


১.৩ পাঁউরুটি তৈরি করতে লাগে এককোশী ছত্রাক __________।

উত্তর: পাঁউরুটি তৈরি করতে লাগে এককোশী ছত্রাক ইস্ট


২. সংক্ষিপ্ত উত্তর দাও : ১ × ৩ = ৩

২.১ সিল্ক কোথা থেকে পাওয়া যায় ? 

উত্তর: সিল্ক পাওয়া যায় রেশম মথ থেকে।


২.২ পরাগমিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম উল্লেখ করো। 

উত্তর: পরাগমিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম হল প্রজাপতি।


২.৩ মানুষের দেহে বাস করে এমন একটি পরজীবীর নাম লেখো। 

উত্তর: মানুষের দেহে বাস করে এমন একটি পরজীবীর নাম হল ফিতাকৃমি।



৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২ × ৪ = ৮

৩.১ জামাকাপড়ের জন্য মানুষ কীভাবে উদ্ভিদের ওপর নির্ভর করে ? 

উত্তর: জামা কাপড় তৈরি করার জন্য মানুষ গাছের উপর অনেকাংশে নির্ভর করে। কার্পাস, শিমুল, পাট ইত্যাদি গাছের বিভিন্ন অংশ থেকে তন্তু তৈরি হয় । সেইসব তন্তু দিয়েই তৈরি হয় সুতো। আর সেই সুতো দিয়ে তৈরি হয় অনেক দামী দামী পোশাক ।


৩.২ “প্রাণীরা উদ্ভিদের ওপর নির্ভর করে” – দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। 

উত্তর: ১) প্রাণী দের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয় অক্সিজেন উদ্ভিদের কাছ থেকেই পায় ।

২) বিভিন্ন উদ্ভিদ থেকে যেমন সিঙ্কোনা, সর্পগন্ধা, তুলসী, বাসক গাছের বিভিন্ন অংশ থেকে নানান রকম ঔষধি দ্রব্য তৈরি হয় ।


৩.৩ মানুষ খাবারের জন্য কীভাবে প্রাণীদের ওপর নির্ভর করে ? 

উত্তর: মানুষ তাদের নিত্যপ্রয়োজনীয় খাবারের জন্য উদ্ভিদের ওপর প্রচণ্ড ভাবে নির্ভর করে । প্রতিদিনের ব্যবহার করা চাল ধান গাছ থেকে পাওয়া যায় । তাছাড়া আটা ও বিভিন্ন সবজি উদ্ভিদের -ই অংশবিশেষ । শুধু তাই নয়, বিভিন্ন মসলা থেকে শুরু করে বিভিন্ন ফলের জন্য মানুষকে উদ্ভিদের উপর নির্ভর করতে হয়।


৩.৪ বর্তমানে চাষের কাজে কেন নানারকম যন্ত্রপাতি প্রাণীদের জায়গা নিচ্ছে ? 

উত্তর: চাষের কাজে লাঙ্গল-চষা হাড়ভাঙ্গা খাটুনি কমানোর জন্য নানা প্রাণীদের কাজে লাগানো হতো । ফলে চাষের কাজ অনেক সহজ হয়ে উঠেছিল । কিন্তু বর্তমানে চাষের কাজে পশুদের জায়গা নিচ্ছে নানা রকম যন্ত্রপাতি । কারণ পশুদের বিশ্রাম প্রয়োজন কিন্তু যন্ত্রপাতি একটানা অনেকক্ষণ কাজ করতে পারে । পশুর তুলনায় যন্ত্রপাতির সাহায্যে অল্প সময়ে অনেক কাজ করা যায় । তাই চাষের কাজে বর্তমানে নানা রকম যন্ত্রপাতি প্রাণীদের জায়গা নিচ্ছে ।


৪. তিন – চারটি বাক্যে উত্তর দাও : ৩ × ২ = ৬ 

৪.১ “উদ্ভিদরা প্রাণীদের ওপর নানাভাবে নির্ভর করে” –একটি উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো। 

উত্তর: উদ্ভিদ ও প্রাণী দের উপর নানাভাবে নির্ভর করে । নিচে কতগুলো আলাদা আলাদা উদাহরণের মাধ্যমে তা বোঝানো হলো – 

(১) গাছের পরাগমিলন এ মৌমাছি, প্রজাপতি প্রভৃতি পতঙ্গ এবং হামিংবার্ডের মত পাখিরা সাহায্য করে । নতুন উদ্ভিদ তৈরীর জন্য পরাগমিলন খুবই জরুরী।

(২) গাছের বংশবিস্তারে বিভিন্ন পাখি কুকুর বাদর ইত্যাদি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করে । এই সমস্ত প্রাণীরা খাবার খেয়ে বীজ দূরে ছড়িয়ে দেয়। আবার কেউ কেউ তার শরীরের সঙ্গে গাছের ফল আটকে দূরে ছড়িয়ে দেয়।

(৩) উদ্ভিদের সালোকসংশ্লেষণ অর্থাৎ খাদ্য তৈরীর জন্য প্রয়োজন কার্বন-ডাই-অক্সাইড গ্যাস । প্রাণীরা শ্বাস-প্রশ্বাসের সময় কার্বন-ডাই-অক্সাইড গ্যাস ত্যাগ করে যা উদ্ভিদ গ্রহণ করে ।

উপরের তিনটি উদাহরণ থেকে খুব সহজেই বোঝা যায় যে উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল।


৪.২ “ধানখেতে অ্যাজোলা চাষ করলে আর সার দিতে লাগে না ” — ব্যাখ্যা করো।

উত্তর: আসলে অ্যাজোলা হলো এক ধরনের পানা । এজোলার পাতার মধ্যে এক ধরনের বিশেষ ব্যাকটেরিয়া বাস করে । এই ব্যাকটেরিয়া বাতাসের নাইট্রোজেন কে বেঁধে ফেলে সার তৈরি করতে পারে । তাতে অ্যাজোলার উপকার হয় ।  কারণ সারের জন্য নাইট্রোজেন লাগে । আর অ্যাজোলা তার পাতায় ওই ব্যাকটেরিয়াকে থাকবার জায়গা দেয় । এতে দুজনেরই বোঝাপড়া থাকে ফলে দুজনেরই উপকার হয় । তাই ধানক্ষেতে এজোলা চাষ করলে সার দিতে লাগে না ।


Class 6 Model Activity Task February 2022 All Subjects Answers: Click Here 

Class 6, Class 6 Model Activity Task Part 9 January 2022, January 2022 Part 9 Model Activity Task, Model Activity Task / January 6, 2022 / 2022 model activity task, Class 6 Model Activity Task 2022 Part 9, january 2022 model activity task, model activity 2022, model activity task, model activity task answer, model activity task answer pdf download, মডেল অ্যাক্টিভিটি টাস্ক, মডেল অ্যাক্টিভিটি টাস্ক পিডিএফ ডাউনলোড

Previous Post Next Post