Model Activity Task January 2022
History (ইতিহাস)
Class – VI (ষষ্ঠ শ্রেণি)
পূর্ণমান – ২০
Class 6 History Model Activity Task January 2022 Solution
১. ঠিক – ভুল নির্ণয় করো : ১ × ৩ = ৩
(ক) বিন্ধ্য পর্বতের দক্ষিণভাগকে বলা হতো দাক্ষিণাত্য।
উত্তর: ঠিক
(খ) হর্ষচরিত লিখেছিলেন হর্ষবর্ধন।
উত্তর: ভুল
(গ) জাদুঘরে থাকে পুরোনো দিনের নানা প্রত্নবস্তু।
উত্তর: ঠিক
২. স্তম্ভ মেলাও : ১ × ৩ = ৩
ক – স্তম্ভ | খ – স্তম্ভ |
শকাব্দ | হর্ষবর্ধন |
গুপ্তাব্দ | কণিষ্ক |
হর্ষাব্দ | প্রথম চন্দ্রগুপ্ত |
উত্তর:
ক – স্তম্ভ | খ – স্তম্ভ |
শকাব্দ | কণিষ্ক |
গুপ্তাব্দ | প্রথম চন্দ্রগুপ্ত |
হর্ষাব্দ | হর্ষবর্ধন |
৩. অতি সংক্ষেপে উত্তর দাও (একটি – দুটি বাক্যে) : ২ × ২ = ৪
(ক) কোন অঞ্চলকে আর্যাবর্ত বলা হয় ?
উত্তর: ভারতবর্ষের উত্তর ও দক্ষিণ অংশকে ভাগ করেছে বিন্ধ্য পর্বত । সাধারণভাবে আর্যরা উত্তর অংশে বাস করত বলে ওই অঞ্চলকে আর্যাবর্ত বলা হত ।
(খ) প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলে ?
উত্তর: যে ঐতিহাসিক যুগের লিপির ব্যবহার শুরু হয়েছে কিন্তু সেই লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়নি সেই যুগের ইতিহাসকে প্রায় ঐতিহাসিক যুগ বলে।
৪. নিজের ভাষায় লেখো (তিন – চারটি বাক্য) : ৫ × ২ = ১০
(ক) প্রশক্তি কী ? মুদ্রা কীভাবে ইতিহাস নির্মাণে সাহায্য করে ?
উত্তর: প্রশক্তি মানে গুনোগান করা । অনেক সময় শাসকের গুনোগান দেখে লেখ হিসেবে খোদাই করা হতো সে গুলোকে বলা হয় প্রশক্তি ।
প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য মুদ্রার ভূমিকা গুরুত্বপূর্ণ । মুদ্রায় শাসকের নাম, মূর্তি প্রভৃতি খোদাই করা থাকে । অব্দ ও পাওয়া যায় মুদ্রায় । এর ফলে মুদ্রা থেকে নানারকম তথ্য জানতে পারা যায় । শক-কুষাণদের ইতিহাস তো তাদের মুদ্রা থেকে জানা যায়
(খ) সাহিত্য উপাদানের সমস্যাগুলি কী কী ?
উত্তর: সাহিত্য উপাদানের কিছু সমস্যা আছে সেগুলি হল – বিদেশীরা ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি বুঝতেন না । ফলে অনেক কিছুর মানে বুঝতে তাদের ভুল হয়েছিল । তাছাড়া অনেক লেখার মধ্যে পক্ষপাতিত্ব ছিল । দেশীয় সাহিত্য ও পক্ষপাতিত্বের উদাহরণ আছে তাছাড়া কাব্য – নাটকে সমাজের নীচু তলার মানুষের কথা বিশেষ জানা যায় না অধিকাংশ সাহিত্যের বর্ণনা মনগড়া । তবুও প্রাচীন ভারতীয় উপমহাদেশের ইতিহাস জানার জন্য সাহিত্য উপাদানগুলোর গুরুত্ব রয়েছে ।
Class 6 Model Activity Task February 2022 All Subjects Answers: Click Here
Class 6, Class 6 Model Activity Task Part 9 January 2022, January 2022 Part 9 Model Activity Task, Model Activity Task / January 6, 2022 / 2022 model activity task, Class 6 Model Activity Task 2022 Part 9, january 2022 model activity task, model activity 2022, model activity task, model activity task answer, model activity task answer pdf download, মডেল অ্যাক্টিভিটি টাস্ক, মডেল অ্যাক্টিভিটি টাস্ক পিডিএফ ডাউনলোড