আশা করি আপনারা প্রত্যেকেই বাংলার আবাস যোজনার কথা শুনেছেন, যে প্রকল্পের আওতায় বাংলার মানুষ বাড়ি তৈরী করার জন্য পেয়ে যান ১ লক্ষ ২০ হাজার টাকা। তো কীভাবে এই প্রকল্পে আবেদন করা যাবে, কী কী ডকুমেন্টস লাগবে, কারা কারা আবেদন করতে পারবে চলুন বিস্তারিত দেখে নিই। How to Apply for Banglar Awas Yojana 2022
কি কি কাগজপত্র লাগবে -
- ১. আধার কার্ড এর জেরক্স
- ২. ভোটার কার্ড জেরক্স
- ৩. BPL লিস্টে নাম থাকতে হবে
- ৪. জব কার্ড থাকলেও আবেদন করতে পারবে
- ৫. পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে
- ৬. ইনকাম সংসা পত্র লাগবে ( income certificate )
- ৭. Economical weaker section ( E.W.S )
- ৮. Residents certificate ( বসবাসের সার্টিফিকেট )
কারা আবেদন করবেন ?
- ১. পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে
- ২. যেসব ব্যাক্তিদের কোন পাকা বাড়ি নেই এবং যারা কাঁচা ঘরে বাস করেন তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন
- ৩. যেসব ব্যক্তির বাৎসরিক আয় ১ লক্ষ টাকার নিচে
- ৪. BPL রেশন কার্ড থাকলে অগ্রাধিকার পাবেন
- ৫. জমির দলিল অথবা রেকর্ড থাকতে হবে
- ৬. সরকারি চাকরি জীবিরা এই প্রকল্পের সুবিধা পাবেন না
টাকা কিভাবে পাবেন ?
বাংলার আবাস যোজনায় আপনার নামে ঘর পাস হলে দেওয়া হবে
- ২. প্রথম কিস্তিতে ৪৫,০০০ টাকা
- ৩. দ্বিতীয় কিস্তিতে ৪৫,০০০ টাকা
- ৪. তৃতীয় কিস্তিতে ৩০,০০০ টাকা
অর্থাৎ মোট 1 লক্ষ 20 হাজার টাকা পাওয়া যায় ।
আবেদন কীভাবে করবেন ?
বাংলার আবাস যোজনা প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে আপনার নিকটবর্তী BDO অফিসে অথবা আপনার পঞ্চায়েত অফিসে অথবা আপনি যদি শহরে বাস করেন সেক্ষেত্রে আপনার পৌরসভা অঞ্চলে যোগাযোগ করতে হবে এবং একটি নির্দিষ্ট ফরম ফিলাপ করে সমস্ত ডকুমেন্টস সহ জমা দিতে হবে