হাওয়া অফিস আরও জানিয়েছে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব -পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে 48 ঘণ্টায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিমের জেলা গুলোর দু'এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
১৩ এবং ১৪ তারিখ বৃষ্টিপাতের পরিমাণ কম থাকলেও হালকা ও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। ১৫ তারিখ থেকে শুষ্ক আবহাওয়া থাকবে, তবে এদিন আংশিক মেঘলা আকাশ থাকলেও পরবর্তীতে আকাশ পরিষ্কার হয়ে যাবে। এখন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ থেকে ৫ ডিগ্রি বেশি চলছে। এটা তিন চার দিনে কোন পরিবর্তন হবে না, তবে ১৬ তারিখের পর থেকে রাতের তাপমাত্রা আবার কমবে।
এছাড়াও কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা এবং ১৩ ও ১৪ তারিখ বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সম্ভবনা। কলকাতার ক্ষেত্রেও সর্বনিম্ন তাপমাত্রা চারদিন স্বাভাবিকের থেকে উপরে থাকবে কিন্তু 16 তারিখের পর থেকে রাতের তাপমাত্রা কমবে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে ৪৮ ঘণ্টায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ১২ তারিখ নাগাদ উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৩ তারিখও হালকা বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। তবে ১৪ এবং ১৫ তারিখ শুধুমাত্র দার্জিলিং,কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা।