মাধ্যমিক পাশে জব কার্ডের কাজে চাকরি, বেতন ১০৩০০ টাকা ,কীভাবে আবেদন দেখুন

 

madhyamik passed job
আপনি কি মাধ্যমিক পাশে কাজ খুঁজছেন? তবে পুরো পোস্টটি পড়ুন। জগদালা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ইন্টেপ্রেনিউর পদে এক বছরের কন্ট্রাকচুয়াল কাজে নিয়োগ করা হবে, ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারন। কীভাবে আবেদন করবেন দেখে নিন। 

পদের নাম:-ভিলেজ লেভেল ইন্টেপ্রেনিউর(VLE)

বেতন:-১০,৩০০/- টাকা 

বয়স:-আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে(01/01/2022তারিখ অনুযায়ী)।
তবে, SC/ST ক্যাটাগরির প্রার্থীরা ৫ বছরের এবং OBC ক্যাটাগরির প্রার্থীরা ৩ বছরের ছাড় পেয়ে যাবেন।

যোগ্যতা:-মাধ্যমিক পাশ এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে। 

প্রয়োজনীয় কাগজপত্র:-
1.আবেদন পত্র(ডাউনলোডের লিংক নিচে দেওয়া আছে)
2.বয়সের প্রমাণ পত্র(জন্ম শংসাপত্র বা মাধ্যমিকের এডমিট কার্ড),
3.শিক্ষা গত যোগ্যতার প্রমান পত্র,
4.কম্পিউটার সার্টিফিকেট,
5.রেসিডেন্ট প্রুফ(EPIC)


ডকুমেন্ট ভেরিফিকেশন ও কম্পিউটার টেস্ট:-18/01/2022তারিখ থেকে 20/01/2022তারিখ পর্যন্ত ।

আবেদনের পদ্ধতি:-আবেদনপত্র সহ বাকি আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রয়োজনীয় নথি মুখ বন্ধ খামে MGNREGA এর ড্রপবক্সে পোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে জমা করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ০৭/০১/২০২২, যেকোনো কাজের দিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত

Website Link:- Click

Official Notice:- Download

Previous Post Next Post