বড় সিদ্ধান্ত রাজ্যের: জানুয়ারিতে মিলবেনা রেশন

 

West Bengal free ration
করোনা মহামারীর করাল গ্রাসে বিপর্যস্ত হয়েছে দেশবাসী। পাশাপাশি, কর্মহীনও হয়ে পড়েছিলেন বহু মানুষ। এমতাবস্থায়, দেশবাসীর পাশে দাঁড়াতে এগিয়ে আসে কেন্দ্র এবং শুরু হয় প্রধানমন্ত্রী “গরিব কল্যাণ অন্ন যোজনা”। ইতিমধ্যেই এর মাধ্যমে বিনামূল্যে রেশন পান দেশের প্রায় ৮০ কোটি মানুষ। কিছুদিন আগেই এই যোজনার মেয়াদ চলতি বছরের মার্চ মাস পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে।

করোনা সংক্রমণের কারণে জারি করা লকডাউনে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সেই সমস্ত ফুটপাথের বাসিন্দা, হকার, রিকশাচালক, পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখেই এই প্রকল্প শুরু করে সরকার। গত ২ বছর ধরে আর্থিকভাবে দুর্বল মানুষের অন্নসংস্থান করে আসছে এই প্রকল্প।

কিন্তু বছরের শুরুতেই রেশন উপভোক্তাদের জন্য দুঃসংবাদ! চলতি মাসে “প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা”র (PMGKAY) বরাদ্দ রেশন থেকে বঞ্চিত থাকছেন উপভোক্তারা। তবে, জানুয়ারির পরিবর্তে ফেব্রুয়ারিতে এই রেশন ফের উপলদ্ধ হবে বলে টুইট করে জানানো হয়েছে রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে।

তবে আপনাদের এটাও জানিয়ে রাখি, রাজ্য সরকারের তরফ থেকে যে পরিমাণে বিনামূল্যে রেশন দেওয়া হতো তা জানুয়ারি মাসেও দেওয়া হবে।


Previous Post Next Post