রাজ্যে করোনা সংক্রমণ বাড়তে থাকায় রবিবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী কিছু বিধিনিষেধ ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সন্ধ্যা ৭টার পরে লোকাল ট্রেন চলবে না। বাকি সময় মোট আসনের ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন। কিন্তু সন্ধে ৭টায় লোকাল চলাচল বন্ধ মানে ঠিক কী তা নিয়ে অনেক বিভ্রান্তি তৈরি হয়। সোমবার রেলসূত্রে জানা যায়, যে কোনও স্টেশন থেকে ৭টার পরে কোনও লোকাল ট্রেন যাত্রা শুরু করবে না। কিন্তু তা নিয়ে সন্ধ্যা হতে না হতেই যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। আর তার আঁচ পেতে না পেতেই সিদ্ধান্ত বদল করল রাজ্য সরকার। নবান্নের পক্ষে জানানো হয়েছে, সোমবার থেকেই সন্ধ্যা ৭টার পরিবর্তে ১০টায় ছাড়বে লোকাল ট্রেন। অর্থাৎ লোকাল ট্রেন নিয়ে আমজনতার দুশ্চিন্তা কিছুটা হলেও কমল বলা যেতেই পারে।