Duare Sarkar camp 2022: দুয়ারে সরকার ক্যাম্প বাতিল, চিন্তা করবেন না, নতুন দিনক্ষণ জানিয়ে দিলো সরকার

 

duare sarkar camp 2022 new date
করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় ফের কড়া বিধিনিষেধ জারি হল রাজ্যে। রবিবার নবান্ন থেকে মুখ্য সচিব জানান, সোমবার থেকেই বন্ধ হয়ে যাচ্ছে রাজ্যের স্কুল-কলেজ সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান। বন্ধ রাখতে হবে সুইমিং পুল, ট্যুরিস্ট স্পট, স্পা, সেলুনও। রাজ্যের করোনা পরিস্থিতির আগাম আন্দাজ করেই আগেই বাতিল করা হয়েছিল রবিবার থেকে শুরু হতে চলা দুয়ারে সরকার (Duare Sarkar) শিবির।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ইঙ্গিত দিয়েছিলেন, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ৩ জানুয়ারি থেকে বেশ কিছু কড়া বিধিনিষেধের পথে হাঁটতে পারে রাজ্য সরকার। কোভিড পরিস্থিতি কেমন থাকে, তা বিচার করে স্কুল-কলেজ চালিয়ে নিয়ে যাওয়ার বিষয়টিও বিবেচনা করে দেখার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। অবশেষে আপাতত স্কুল-কলেজ বন্ধের পথেই হাঁটল রাজ্য।

সেই সঙ্গে জানুয়ারি মাসে দুয়ারে সরকার শিবির করার কথা অনেক আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে প্রায় আট হাজার শিবির তৈরি করে দুয়ারে সরকার ক্যাম্প হওয়ার কথা ছিল। আর এই শিবিরে তিনটি নতুন প্রকল্পও শুরু করার কথা ছিল সরকারের। তবে বাতিল করা হয়নি তা। আপাতত স্থগিত করা হয়েছে। ফের দিন ধার্য হয়েছে আগামী ১ ফেব্রুয়ারি থেকে।

এদিন তিনি জানান, করোনা পরিস্থিতির কারণেই দুয়ারে সরকার ক্যাম্প বাতিল করা হয়েছিল। এই পরিস্থিতিতে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ফের ওই ক্যাম্প চালু হবে। রাজ্যে উদ্ভুত করোনা পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পরিস্থিতির উপর বিচার করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্য সচিব।
Previous Post Next Post