সাবধান ! আপনার ব্যাঙ্ক একাউন্ট হয়ে যেতে পারে খালি



দেশে প্রতিনিয়ত বেড়েই চলেছে সাইবার ফ্রডের ঘটনা। আর তারই শিকার হতে হচ্ছে সাধারণ মানুষদের। নিত্যনতুন ছক বের করছে অপরাধীরা। 

করোনা মহামারীতে ভুগছে গোটা দেশ, এরই মধ্যে শুরু হয়ে গেছে কোরোনার তৃতীয় ঢেউ। দেশের প্রায় মানুষেরই এখন দুটো ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে। এখন ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। আর এই বুস্টার ডোজকেই হাতিয়ার করছে সাইবার অপরাধীরা। বুস্টার ডোজের নাম করে আপনার একাউন্টের সব টাকা হাতিয়ে নিতে পারে তারা। 

প্রথমে আপনাকে কল করে জিজ্ঞেস করবে 'আপনি কি কোরোনার দুটো ভ্যাকসিনই নিয়ে নিয়েছেন?'

আপনি স্বভাবতই হ্যাঁ বলবেন। 

এরপর তারা বলবে 'বুস্টার ডোজের জন্য রেজিস্ট্রেশন করা হচ্ছে, আপনি কি বুস্টার ডোজ নিতে চান?'

আপনি অবশ্যই হ্যাঁ বলবেন।

এরপর তারা বলবে 'আপনার ফোনে একটা OTP আসবে, সেটা দিতে হবে'

এরপর আপনি OTP টা তাকে দিয়ে দেবেন, সঙ্গেই সঙ্গেই আপনার আধার লিংকড একাউন্ট থেকে সব টাকা চলে যাবে। 

এভাবেই তারা ফাঁদ পেতে রেখে নিমেষেই হাজার হাজার একাউন্ট খালি করে দিচ্ছে।

শুধু তাই নয়, আরো অনেক পদ্ধতিতেই আপনাকে বোকা বানিয়ে OTP হাতিয়ে আপনার সাথে ফ্রড করতে পারে। যেমন কিছু দিন আগেই খবর পাওয়া গেছিলো, কল করে অনেককেই জিজ্ঞেস করা হচ্ছে 'আপনি কি পরের মাসে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে চান?তবে আপনার ফোনে যে OTP টি যাবে সেটা দিতে হবে'

এরকম ভাবেই বিভিন্ন পদ্ধতিতে সাইবার অপরাধীরা সাধারণ মানুষের একাউন্টের টাকা খালি করে দিচ্ছে। তাই আপনারা সবসময় সতর্ক থাকুন, নিজেদের কার্ড ডিটেলস, পাসওয়ার্ড, OTP কাউকে কখোনোই শেয়ার করবেন না। 

Previous Post Next Post