মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর | জানুয়ারিতেই বিনামূল্যে টেস্ট পেপার | Madhyamik 2022

 

Madhyamik 2022
মাধ্যমিক (Madhyamik 2022) পরীক্ষার্থীদের জন্য সু-খবর। এবার পরীক্ষার্থীদের টেস্ট পেপার দিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই স্কুলগুলি টেস্ট পরীক্ষা নিয়ে নিয়েছে। এবং আগামী ৭ মার্চ শুরু হচ্ছে ২০২২ এর মাধ্যমিক পরীক্ষা। পর্ষদ সূত্রে খবর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই টেস্ট পেপার তৈরি হয়ে যাবে তারপরেই সেগুলি ছাত্রছাত্রীদের বিনামূল্যে বিতরণ করা হবে। অর্থাৎ জানুয়ারিতেই মাধ্যমিক পরীক্ষার্থীরা টেস্ট পেপার হতে পেয়ে যাবে এমনটাই মনে করা হচ্ছে। এবার টেস্ট পেপার একটু অন্য ধাচের হবে।

এবার মাধ্যমিকে সিলেবাস অনেকটাই কমানো হয়েছে আর সেই মতোই স্কুলগুলিতে টেস্ট পরীক্ষাও নেওয়া হয়েছে। আর সেই টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র গুলি পর্ষদের কাছে পাঠানোও হয়েছে। সেই প্রশ্নপত্র গুলি একত্রিত করেই টেস্ট পেপার বানানো হবে। এরফলে পরীক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নিতে অনেকটাই সুবিধা হবে । এবার টেস্ট পেপারে, পরীক্ষার প্রস্তুতির জন্য কীভাবে নিজেকে তৈরি করতে হবে তার নির্দিষ্ট কিছু পরামর্শও দেওয়া হয়েছে। শুধু তাই নয়, করোনা বিধি মেনে কীভাবে পরীক্ষা নেওয়া হবে তারও বিস্তারিত গাইডলাইন দেওয়া থাকবে ।


Previous Post Next Post