বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের একটি উল্লেখযোগ্য প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প | একুশের বিধানসভা নির্বাচনের আগেই মমতা প্রতিশ্রুতি দিয়েছিলেন এই প্রকল্প চালু করার। আর তৃতীয়বার সরকারের ক্ষমতায় আসার পরে সেই প্রতিশ্রুতিও রেখেছেন তিনি। তার কথা মতোই বাংলাতে সেপ্টেম্বর মাস থেকেই চালু হয় এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের আওতায় ২৫-৬০ বছরের SC/ST মহিলারা পেয়ে যান প্রতি মাসে ১০০০ টাকা এবং বাকিরা পান ৫০০ টাকা করে।
অর্থাৎ রাজ্যের মহিলারা সেপ্টেম্বর থেকেই এই প্রকল্পের টাকা পাচ্ছেন। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর এই চার মাসের টাকা পেয়েছেন। অর্থাৎ এখনও অব্দি SC/ST মহিলারা পেয়েছেন ৪০০০ টাকা এবং বাকিরা পেয়েছেন ২০০০ টাকা।এরপর আবার টাকা দেওয়া হবে জানুয়ারি মাসে।
কিন্তু হাজার হাজার মহিলা আবেদন করার পর এখনও অব্দি একটি টাকাও পাননি। কারণ তাদের আবেদনপত্রে ভুলত্রুটি ছিল। তাদের মধ্যে থেকে কারোর কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা ছিল, কারোর কারোর স্বাস্থ্য সাথী কার্ডে সমস্যা তো আবার কারোর কাস্ট সার্টিফিকেট সমস্যা ছিল। তো যাদের যাদের সমস্যা ছিল তাদেরকে তাদের পঞ্চায়েত অফিস বা BDO অফিস থেকে ডেকে বা বাড়ি বাড়ি গিয়ে সংশোধনের কাজ করানো হয়েছে বা আবার ডকুমেন্টস জমা নেওয়া হয়েছে। তো যারা আবার ডকুমেন্টস জমা করেছেন অর্থাৎ আবেদনপত্রে ভুল ত্রুটি সংশোধন হয়ে গেছে তারা জানুয়ারির প্রথম সপ্তাহেই একে বারে ৫ মাসের টাকা পাবেন। অর্থাৎ সেপ্টেম্বর থেকে জানুয়ারি অব্দি ৫ মাসের টাকা পাবেন। কারণ মমতা আগেই জানিয়েছেন যে যখনই আবেদন করুক না কেনো বা যখন ভেরিফিকেশন করা হোক না কেনো আপনারা সেপ্টেম্বর থেকেই টাকা পাবেন। অর্থাৎ SC/ST মহিলারা পেয়ে যাবেন একেবারেই ৫০০০ টাকা এবং বাকিরা পাবেন ২৫০০ টাকা।