লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা টাকা পাচ্ছেন তাদের আবারও দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে হবে? কাদের নতুন আবেদন করতে হবে? Lakhmir Bhandar

 

lakhmir vandar
রাজ্য সরকারের একটি উল্লখযোগ্য প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প (Lakhmir Bhandar)। আর আগের বার দুয়ারে সরকার ক্যাম্পে (Duare Sarkar Camp) সব থেকে বেশি আবেদন পরেছিল এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পেই। কিছু মহিলা ছাড়া বাকিরা মাসে মাসে টাকাও পাচ্ছেন। SC/ST মহিলারা প্রতিমাসে টাকা পাচ্ছেন ১০০০ টাকা করে এবং বাকি রা ৫০০ টাকা প্রতি মাসে। এই প্রকল্পের মূল শর্ত হলো আবেদনকারী মহিলার বয়স ২৫-৬০ হতে হবে।

যারা টাকা পাচ্ছেন তাদের কি আবারও আবেদন করতে হবে?

মমতা ঘোষণা করেছেন আবারও নতুন বছরে শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। এবার ক্যাম্প হবে দু দফায়। প্রথম দফা হবে ১-১০ জানুয়ারি, দ্বিতীয় দফা হবে ২০-৩০ তারিখ অব্দি। এখন অনেকের মনে প্রশ্ন হচ্ছে যারা ইতিমধ্যে এই প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের কি আবারও আবেদন করতে হবে অর্থাৎ রিনিউ করতে হবে? কিন্তু আপনাদের জানিয়ে রাখি আপনারা  যারা ইতিমধ্যেই এই প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের আবার নতুন করে কোনো রকম আবেদন করার কথা সরকার এখনও অব্দি বলেনি। তাই আপনারা যাঁরা যেমন ভাবে টাকা পাচ্ছিলেন সেরকম ভাবেই টাকা পেতে থাকবেন, আবার আবেদনের প্রয়োজন নেই। 

কারা এই প্রকল্পে নতুন আবেদন করবেন?

আপনারা জানেনই এই প্রকল্পের মূল শর্ত মহিলার বয়স ২৫-৬০ হতে হবে। কিন্তু আগের বার দুয়ারে সরকার ক্যাম্প হওয়ার সময় যাদের বয়স ২৫ হয়নি অর্থাৎ যাদের বয়স আর কিছু দিন বা মাসের জন্য ২৫ হচ্ছিল না এখন যাদের বয়স ২৫ হয়ে গেছে, কিন্তু এখনও অব্দি এই প্রকল্পে আবেদন করেননি তারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। তাছাড়া যারা আগে আবেদন করেছিলেন, কিন্তু আবেদনে কোনো ভুল ভ্রান্তি থাকার জন্য টাকা পাচ্ছেননা তারাও  আবার নতুন করে এবার আবেদন করতে পারবেন।
Previous Post Next Post