কিন্তু প্রায় ৮০ লক্ষ মহিলা আবেদন করার পর এখনও অব্দি একটি টাকাও পাননি। তাদের আবেদনপত্রে ভুলত্রুটি থাকার জন্য তাদের আবেদনপত্র সরকার এখনও অব্দি ভেরিফাই করতে পারেনি। তাদের মধ্যে থেকে কারোর কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা রয়েছে, কারোর কারোর স্বাস্থ্য সাথী কার্ডে সমস্যা তো আবার কারোর কাস্ট সার্টিফিকেট সমস্যা। আগামী জানুয়ারি মাসেই লক্ষ্মীর ভান্ডার স্পেশাল ক্যাম্প করে এই সমস্ত সমস্যার সমাধান করা হবে। যাদের সমস্যা রয়েছে তারা সেই ক্যাম্পে ক্যাম্পে গিয়ে সব সমস্যার সমাধান করিয়ে নিতে পারবেন। এরপর আবেদনপত্রে ভুল ত্রুটি সংশোধন হয়ে গেলেই তারা জানুয়ারিতে একে বারে ৫ মাসের টাকা পাবেন। অর্থাৎ সেপ্টেম্বর থেকে জানুয়ারি অব্দি ৫ মাসের টাকা পাবেন। কারণ মমতা আগেই জানিয়েছেন যে যখনই আবেদন করুক না কেনো বা যখন ভেরিফিকেশন করা হোক না কেনো আপনারা সেপ্টেম্বর থেকেই টাকা পাবেন। অর্থাৎ SC/ST মহিলারা পেয়ে যাবেন একেবারেই ৫০০০ টাকা এবং বাকিরা পাবেন ২৫০০ টাকা।