এল আই সি গোল্ডেন জুবিলী স্কলারশিপ ২০২১-২২ যোগ্যতা, শেষ তারিখ, আবেদন পদ্ধতি | LIC Golden Jubilee Scholarship 2021-22 Online Apply

 


অর্থনৈতিকভাবে পিছিয়ে পরা ও মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষা প্রদানের জন্য তাদের LIC Golden Jubilee Foundation এর তরফ থেকে LIC Golden Jubilee Scholarship প্রদান করা হয়।

এই স্কলারশিপে আবেদনের যোগ্যতা

রেগুলার ছাত্রছাত্রীদের জন্য:

  • ২০২১-২২ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ৬০% নম্বর পেয়ে যারা মেডিসিন/ইঞ্জিনিয়ারিং/যেকোনো ইন্টিগ্রেটেড বা ডিসিপ্লিন কোর্স গ্র্যাজুয়েশন/ভোকেশনাল কোর্স ডিপ্লোমা কোর্স করলে এবং বছরে পারিবারিক আয় ২ লাখ টাকার থেকে কম হলে এই স্কলারশিপে আবেদন করা যাবে।
  • ২০২১-২২ শিক্ষাবর্ষে যারা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় ৬০% নম্বর পেয়ে শুধুমাত্র ভোকেশনাল কোর্স (বা ITI) করলে এবং বছরে পারিবারিক আয় ২ লাখ টাকার থেকে কম হলে এই স্কলারশিপে আবেদন করা যাবে।

স্পেশাল গার্ল চাইল্ড দের জন্য:

যেসব মেয়েরা মাধ্যমিক (বা সমতুল্য) পরীক্ষায় ৬০ নম্বর পেয়ে ১০+২ (উচ্চমাধ্যমিক) কোর্সে ভর্তি হয়েছে এবং পারিবারিক আয় ২ লাখ টাকার থেকে কম তারা এই স্কলারশিপে আবেদনের জন্য যোগ্য।

আবেদনের শেষ তারিখ

৩১.১২.২০২১

স্কলারশিপের পরিমাণ

  • রেগুলার ছাত্রছাত্রীদের জন্য বছরে ২০ হাজার টাকা। এটি তিন কিস্তিতে দেওয়া হবে।
  • স্পেশাল গার্ল চাইল্ড দের জন্য বছরে ১০ হাজার টাকা। এটি তিন কিস্তিতে বিতরণ করা হবে।

নির্বাচন প্রক্রিয়া

যারা মাধ্যমিক/উচচমাধ্যমিকে তুলনামূলক ভাবে বেশি নাম্বার পেয়েছে এবং যাদের পারিবারিক আয় তুলনামূলক ভাবে কম তারা এই স্কলারশিপ পাওয়ার জন্য অগ্রাধিকার পাবে।

আবেদনের পদ্ধতি

অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। কোনো রকম অফলাইনে আবেদন গ্রাহ্য নয়। অনলাইনে আবেদনের পর ইমেইল এ একটি অ্যাকনোলেজমেন্ট পাঠানো হবে। এরপর যাদের এই স্কলারশিপের জন্য সিলেক্ট করা হবে একমাত্র তাদেরকেই কাছের LIC ডিভিশনাল অফিস থেকে কন্টাক্ট করা হবে এবং তাদেরকে ফিজিক্যাল ডকুমেন্টস সাবমিট করতে বলা হবে। তারপর তাদের অ্যাকাউন্টে NEFT এর মাধ্যমে স্কলারশিপের টাকা পাঠানো হবে।

অফিশিয়াল ওয়েবসাইট: Click Here
Previous Post Next Post