সুখবর: ১০ দিনের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে আস্তে চলেছে ২০০০ টাকা । PM Kisan Samman Nidhi 12th Installment Date

 

রাজ্য সরকারের মতো কেন্দ্র সরকারের তরফ থেকেও দেশ বাসীর জন্য অনেক প্রকল্প চালু করা হয়েছে। মোদী সরকার কৃষকদের জন্যও একাধিক প্রকল্প চালু করেছে যে প্রকল্পগুলি থেকে কৃষকরা বিভিন্ন সুযোগ সুবিধা যেমন পেয়ে থাকে সেরকম ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাও পেয়ে থাকে। এরকমই একটি প্রকল্প হলো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা। 

এই যোজনায় দেশের কৃষকদের অ্যাকাউন্টে বছরে ৬০০০ টাকা তিনটি কিস্তিতে ট্রান্সফার করে থাকে সরকার ৷ প্রত্যেক ৪ মাস অন্তর কৃষকদের অ্যাকাউন্টে ২০০০ টাকা পাঠানো হয় ৷ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১১টি কিস্তির টাকা কৃষকরা ইতিমধ্যেই পেয়ে গিয়েছে ৷

সূত্রের খবর অনুযায়ী, পিএম কিষান যোজনার ১২তম কিস্তির টাকা শীঘ্রই আসতে চলেছে ৷ অনুমান করা হচ্ছে ১ সেপ্টেম্বর ২০২২ এ ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিস্তির ২০০০ টাকা ক্রেডিট হয়ে যাবে ৷

সাধারণত বছরের প্রথম কিস্তির টাকা ১ এপ্রিল থেকে ৩১ জুলাইয়ের মধ্যে দেওয়া হয়ে থাকে, দ্বিতীয় কিস্তির টাকা ১ অগাস্ট থেকে ৩০ নভেম্বর, তৃতীয় কিস্তির টাকা ১ ডিসেম্বর থেকে ৩১ মার্চের মধ্যে দেওয়া হয়ে থাকে ৷ টাইমলাইন অনুযায়ী মনে করা হচ্ছে ১ সেপ্টেম্বর আগামী কিস্তির টাকা আসতে পারে ৷

তবে এই প্রকল্পের আওতায় থাকা কৃষকদের সুবিধা নিতে হলে কেন্দ্র সরকারের তরফ থেকে জারি করা একটি নির্দেশিকা পালন করতে হবে। প্রকল্পের আওতায় থাকা কৃষকদের কেওয়াইসি করতে হবে। আগে কেওয়াইসি করার জন্য যে সময়সীমা দেওয়া হয়েছিল তা এখন বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ এই সময়সীমা এবার আগের তুলনায় বাড়ানো হলো যা কৃষকদের কাছে স্বস্তির খবর।

Previous Post Next Post