এখন থেকে প্রতিটি পরিবারের মাসিক রেশনের পরিমাণ কত হবে? এই প্রশ্নের সহজ উত্তরের জন্য এসএমএস পরিষেবা শুরু করল পশ্চিমবঙ্গ খাদ্য দফতর। যাদের মোবাইল নম্বর নথিভুক্ত আছে, তাদের মোবাইলে মাসের শুরুতেই এসএমএস চলে আসবে। সেই বার্তায় সেই পরিবার প্রতি মাসে কি পরিমাণ রেশন পেতে পারে, তা জানিয়ে দেওয়া হবে। দুয়ারে রেশন বা ডিলারের কাছে গিয়ে যাতে কোনওভাবে না ঠকে যেতে হয়, তার কারণেই এই বিশেষ পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দফতর।
সূত্রমারফত পাওয়া খবর অনুযায়ী এখনও রাজ্যের প্রায় ৮ কোটি উপভোক্তার ফোন নম্বর রেজিস্ট্রার করা এখনও বাকি আছে। ২০২০ থেকেই ফোন নম্বর রেজিস্টার করার প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গের খাদ্য দফতর। এর ফলে রাজ্যের প্রতিটি উপভোক্তার পরিবারের কাছে রেশন সংক্রান্ত সঠিক এবং বিস্তারিত তথ্য পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। এই নিয়মের ফলে কোনরকম জালিয়াতি সম্ভাবনা থাকবে না বলে মনে করা হচ্ছে।
যে সমস্ত গ্রাহকরা রেশন কার্ডের সাথে আধার নাম্বার এখনো লিঙ্ক করেননি তাদেরকে খাদ্য দপ্তর থেকে দ্রুত আধার নাম্বার লিংক করার নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়াও যে সমস্ত গ্রাহকদের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক নেই তাদেরকেও মোবাইল নাম্বার লিঙ্ক করিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।