Class 7 Science Model Activity Task Part 2 February 2022 Answers | সপ্তম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২ ফেব্রুয়ারী

 প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা এখানে Class 7 Poribesh O Biggan Model Activity Task Part 2 (সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান  মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২) সমস্ত প্রশ্ন ও উত্তর পাবে। ২০২২ এর ফেব্রুয়ারি মাসের তোমাদের আবার নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে।সপ্তম শেণির ফেব্রুয়ারি মাসের পরিবেশ ও বিজ্ঞান  বিষয়ের সব প্রশ্নের উত্তরগুলি নিচে দেওয়া হলো। 



Model Activity Task Part 2, February 2022

পরিবেশ ও বিজ্ঞান (Science)

সপ্তম শ্রেণি  (Class 7)

পূর্ণমান : ২০

Class 7 Science Model Activity Task Part 2 February 2022 Answers


১. ঠিক উত্তর নির্বাচন করাে : ১x৩=৩

১.১ এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না তা হলাে— 

(ক) কার্বোহাইড্রেট

(খ) ভিটামিন 

(গ) লিপিড

(ঘ) প্রােটিন 

উত্তর: এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না তা হলাে (খ) ভিটামিন 

*বিরাট সুযোগ,ফ্রীতে বাড়িতে বসে কম্পিউটার কোর্স শিখুন,সঙ্গে সার্টিফিকেট: CLICK HERE


১.২ গয়টার হয় যে খাদ্য উপাদানের অভাবে তা হলাে— 

(ক) সােডিয়াম

(খ) আয়রন 

(গ) আয়ােডিন

(ঘ) ক্যালশিয়াম 

উত্তর: গয়টার হয় যে খাদ্য উপাদানের অভাবে তা হলাে (গ) আয়ােডিন 


১.৩ একটি প্রক্রিয়াজাত খাদ্যের উদাহরণ হলাে— 

(ক) আনারস

(খ) আনারসের জ্যাম 

(গ) আম 

(ঘ) কোল্ড ড্রিংক্স 

উত্তর: একটি প্রক্রিয়াজাত খাদ্যের উদাহরণ হলাে (খ) আনারসের জ্যাম


২. শূন্যস্থান পূরণ করাে : ১x৩=৩

২.১ প্রােটিনের অভাবে_______রােগ হয়। 

উত্তর: প্রােটিনের অভাবে কোয়াশিওরকর রােগ হয়। 


২.২ চুল ও নখে______প্রােটিন থাকে। 

উত্তর: চুল ও নখে কেরাটিন প্রােটিন থাকে। 


২.৩ আয়রন_______পরিবহণে সাহায্য করে। 

উত্তর: আয়রন অক্সিজেন পরিবহণে সাহায্য করে। 


৩.একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২x৪=৮

৩.১ খাদ্যতন্তু পাওয়া যায় এমন দুটো খাবারের নাম লেখাে। 

উত্তর: খাদ্যতন্তু পাওয়া যায় এমন দুটো খাবারের নাম হল সজনে ডাঁটা, ওট, অ্যাপলে, পেঁপে, ডাঁটাশাক ইত্যাদি।


৩.২ ম্যারাসমাস রােগের ক্ষেত্রে কী কী লক্ষণ দেখা যায়? 

উত্তর: (i) এই রোগের ফলে দেহের ওজন কমে জায়।

(ii) দেহের রং ফ্যাকাশে হয়ে যায়।

(iii) দৈহিক বৃদ্ধি হ্রাস পেতে থাকে।

(iv) রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয়।


৩.৩ মানবদেহে লিপিডের ভূমিকা উল্লেখ করাে।

উত্তর: মানবদেহে লিপিডের ভূমিকাগুলি হলাে: 

(i) লিপিড মানুষের দেহে শক্তির উৎসরূপে কাজ করে।

(ii)দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। 

(iii)লিপিড দেহের থেকে তাপ বেরিয়ে যাওয়া কমিয়ে দেয়।


৩.৪ ভিটামিন C-র দুটি উৎসের নাম লেখাে। 

উত্তর: ভিটামিন C-র দুটি উৎসে হল:

(i)বাতাবি লেবু বা কমলা লেবু।

(ii) পেয়ারা, পাকা পেঁপে।

*বিরাট সুযোগ,ফ্রীতে বাড়িতে বসে কম্পিউটার কোর্স শিখুন,সঙ্গে সার্টিফিকেট: CLICK HERE


৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও :

৪.১ মানবদেহে ফাইটোকেমিক্যালসের ভূমিকা উল্লেখ করাে। 

উত্তর: ফাইটোকেমিক্যালসের ভূমিকাগুলি হল : 

(i) ফাইটোকেমিক্যালস অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে। 

(ii) ফাইটোকেমিক্যালস চোখ ভালাে রাখতে সাহায্য করে। 

(iii) আমাদের হৃদপিন্ড ভালাে রাখতে সাহায্য করে। 

(iv) রােগ প্রতিরােধ ক্ষমতা বাড়ায়।

(v) মানবদেহে কোলেস্টেরল কমাতে সাহায্য করে।

(vi)ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে। 

(vii) ফাইটোকেমিক্যালস হজম শক্তি বাড়াতে সাহায্য করে।


৪.২ জীবদেহে জলের ভূমিকা ব্যাখ্যা করাে।

উত্তর: (i)জল কোষের প্রােটোপ্লাজমকে সিক্ত ও সজীব রাখে। 

(ii)জল রক্ত সঞ্চালনে সাহায্য করে। 

(iii)জলের মাধ্যমে রেচন পদার্থ দেহের বাইরে বেরিয়ে যায়।

(iv)জল দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

(v)জল কোষের মধ্যে ব্যাপন ও অভিস্রবনে ঘটাতে সহায়তা করে।


*বিরাট সুযোগ,ফ্রীতে বাড়িতে বসে কম্পিউটার কোর্স শিখুন,সঙ্গে সার্টিফিকেট: CLICK HERE

Class 7 All Subject Model Activity Task Part 2 February 2022

Class 7 Geography Model Activity Task Part 2 February 2022| সপ্তম শ্রেণী পরিবেশ ও ভূগােল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২

Class 7 History Model Activity Task Part 2 February 2022 |সপ্তম শ্রেণীর ইতিহাস মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২

Class 7 Mathematics Model Activity Task Part 2 February 2022 | সপ্তম শ্রেণীর বাংলা গণিত অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২

Class 7 Bengali Model Activity Task Part 2 February 2022 | সপ্তম শ্রেণীর বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২

Class 7 English Model Activity Task February 2022 Part 2

Class 7 Science Model Activity Task Part 2 February 2022 Answers | সপ্তম শ্রেণি পরিবেশ ও বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২ ফেব্রুয়ারী

Class 7 Health and Physical Education Model Activity Task Part 2 February 2022 Answers | সপ্তম শ্রেণি স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২ ফেব্রুয়ারী


Previous Post Next Post