প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা এখানে Class 5 Mathematics Model Activity Task Part 2 ( পঞ্চম শ্রেণী গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৯) সমস্ত প্রশ্ন ও উত্তর পাবে। ২০২২ এর ফেব্রুয়ারি মাসের তোমাদের আবার নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে। পঞ্চম শেণির ফেব্রুয়ারি মাসের গণিত বিষয়ের সব প্রশ্নের উত্তরগুলি নিচে দেওয়া হলো।
Model Activity Task Part 2, February 2022
গণিত (Mathematics)
পঞ্চম শ্রেণি (Class – V)
পূর্ণমান – ১৫
Class 5 Mathematics Model Activity Task Part 2 February 2022 Answers
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে : ১x৩=৩
(ক) ২০০০০, ০২০০০, ৯০০০০ এবং ০৯০০০ সংখ্যাগুলির মধ্যে সবথেকে ছােটো ৫ অঙ্কের সংখ্যাটি হলাে –
(a) ২০০০০
(b) ৯০০০০
(c) ০২০০০
(d) ০৯০০০
উত্তর: সংখ্যাগুলির মধ্যে সবথেকে ছােটো ৫ অঙ্কের সংখ্যাটি হলাে (a) ২০০০০
(খ) পঞ্চাশ হাজার দশ সংখ্যাটি হলাে –
(a) ৫১০০০
(b) ৫০০০১
(c) ৫০১০০
(d) ৫০০১০
উত্তর: পঞ্চাশ হাজার দশ সংখ্যাটি হলাে (d) ৫০০১০
(গ) ৬০৪১২ সংখ্যাটিতে ৪-এর স্থানীয় মান হলাে –
(a) ৪০০০০
(b) ৪০০০
(c) ৪০০
(d) ৪০
উত্তর: ৬০৪১২ সংখ্যাটিতে ৪-এর স্থানীয় মান হলাে (c) ৪০০
২. সত্য মিথ্যা লেখাে :
(ক) পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলাে ৯৯৯৯০।
উত্তর: মিথ্যা।
(খ) পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার প্রত্যেকটির অঙ্ক সংখ্যা ৫
উত্তর: সত্য।
(গ) ৪০৫০২ > ৪০০৫২
উত্তর: সত্য।
৩. (ক) ৩, ৬, ৯, ৭ এবং ৫ সংখ্যাগুলি দিয়ে গঠিত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা দুটি লেখাে।
উত্তর: পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ৩৫৬৭৯
পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৭৬৫৩
(খ) ৯০০০৯ সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে লেখাে।
উত্তর: স্থানীয় মানের বিস্তার করে পাই, ৯০০০+০০০০+০০০+০০+৯
(গ) ৪০-এর উপরে ৬-এর দুটি গুণিতক লেখাে।
উত্তর: ৪০-এর উপরে ৬-এর দুটি গুণিতক হল, ৬x৭=৪২ এবং ৬x৮=৪৮
৪. (৩৭০২৯ +১) সংখ্যাটিকে বল এবং কাঠির সাহায্যে প্রকাশ করাে।
উত্তর:
Class 5 All Subjects Model Activity Task Answers February 2022
Class 5 English Model Activity Task Part 2 February 2022 Answer