ক্রমেই ভয়ঙ্কর আকার ধারণ করছে করোনার সংক্রমণ। হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তার ওপর করোনার নতুন স্ট্রেন ওমিক্রণের বাড়বাড়ন্ত। অর্থাৎ করোনার তৃতীয় ঢেউ যে আসন্ন তা একপ্রকার নিশ্চিত।এমত অবস্থায়, রাজ্যে আবারো কি কড়া বিধিনিষেধ জারি হতে চলেছে? আবারো কি লকডাউন হতে চলেছে? একটি মহলের দাবি আবার পুরোপুরি লকডাউন না হলেও কড়া বিধিনিষেধ জারি হতে চলেছে বাংলায়, অন্তত এমনটাই সম্ভবনা জোড়ালো। এবং খুব শীঘ্রই সরকার তা নির্দেশিকা দিয়ে জানিয়েও দেবে।
নয়া বছরে প্রথম সপ্তাহে ‘স্টুডেন্টস উইক’ পালনের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। আগামী সোমবার (৩ জানুয়ারি) নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পড়ুয়াদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেখানে উপস্থিত থাকতেন। সরকারের তরফ থেকে শেষ মুহূর্তে সেই অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে। এমনকি রাজ্য জুড়ে ২ তারিখ থেকে যে দুয়ারে সরকার শিবির (Duare Sarkar Camp) হওয়ার কথা ছিল তাও আপাতত ভাবে বাতিল করে দিয়েছে সরকার।
কোন কোন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হতে পারে?
- একটি মহলের দাবি, লোকাল ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ করা হবে না। তবে লোকাল ট্রেনের সংখ্যা কমানো হবে।
- আন্তর্জাতিক বিমান চলাচলের ক্ষেত্রেও বিধিনিষেধ জারি করা হতে পারে।
- সিনেমা হল, পানশালা, রেস্তোরাঁর মতো জায়গায় যত শতাংশ মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছিল, তা কমানোর সম্ভাবনা আছে।
- সরকারি এবং বেসরকারি অফিসের কর্মী উপস্থিতির ক্ষেত্রে কিছুটা রাশ টানা হতে পারে। দিনকয়েক আগেই ওয়ার্ক ফ্রম হোমের পক্ষে সওয়াল করেছিলেন মমতা।
- নিষেধাজ্ঞা জারি হতে পারে রাজ্যের মেলাগুলিতে।
- রাজ্যে স্কুল-কলেজও আপাতত ভাবে আবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
তবে এখনও অব্দি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে আজকের মধ্যেই সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হতে পারে