করোনা বাড়বাড়ন্ত | বাতিল হলো দুয়ারে সরকার ক্যাম্প ২০২২ | হতে পারে আংশিক লকডাউন | Duare Sarkar Camp 2022 Cancelled | West Bengal Lockdown

West bengal Lockdown

 হুহু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। পড়ুয়াদের সাস্থের কথা মাথায় রেখে রাজ্য সরকার ৩ জানুয়ারির প্রস্তাবিত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিলো। অনুষ্ঠানে হাজির হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্য সরকার সপ্তাহটিকে স্টুডেন্টস উইক হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু রাজ্য যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে ওই অনুষ্ঠান বাতিল ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা নেই। তাই, বাধ্য হয়েই শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

এর পাশাপাশি রাজ্য জুড়ে ২-১০ ও ২০-৩০ জানুয়ারি যে দুয়ারে সরকার হবার কথা ছিল তাও আপাতত বাতিল করার সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে,এবার রাজ্যজুড়ে আট হাজার ক্যাম্প হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত এই কর্মসূচিও বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পরে আবার কবে এই ক্যাম্প হবে তা পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, করোনার শৃঙ্খল ভাঙতে রাজ্য সরকার আগামী ৩ জানুয়ারি একাধিক পদক্ষেপ করতে চলেছে। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ করা হবে। জারি হতে পারে জমায়েতের ওপর কড়া বিধিনিষেধ। এলাকাভিত্তিক কন্টেনমেন্ট জোন জারি করা হতে পারে। আংশিক লকডাউনও হতে পারে।

Previous Post Next Post