পশ্চিমবঙ্গে একাধিক পোষ্ট অফিসে গ্রামীন ডাক সেবক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । আপনি রাজ্যের যেকোন জেলা থেকেই হোন না কেন এখানে আবেদন করতে পারবেন । ছেলে মেয়ে সবাই আবদেন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদন প্রক্রিয়া, বেতন, বয়স, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে জানতে হলে পুরোটা পড়ুন। West Bengal Circle GDS Recruitment 2022
1) পদের নামঃ ব্রাঞ্চ পোষ্ট মাস্টার/BPM
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাশ,
শূন্যপদ: ডিভিশন অনুযায়ী শূন্যপদ ভাগ করা আছে, নিচের লিংকে ক্লিক করে অফিশিয়াল নোটিশ ডাউনলোড করে দেখুন
2) পদের নামঃ এসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোষ্ট মাস্টার/ABPM/ডাক সেবক,
শিক্ষাগত যোগ্যতাঃ মাধ্যমিক পাশ,
শূন্যপদ: ডিভিশন অনুযায়ী শূন্যপদ ভাগ করা আছে, নিচের লিংকে ক্লিক করে অফিশিয়াল নোটিশ ডাউনলোড করে দেখুন
নির্বাচন পদ্ধতি:
এখানে কোন প্রকার পরিক্ষা বা ইন্টারভিউ হয়না । মাধ্যমিকে পাওয়া নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশিত হয়, সেই মেরিট লিস্টে নম্বরের কাট অফ অনুযায়ী সিলেকশন করা হয়।
আবেদন পদ্ধতিঃ
অনলাইনে , ইন্ডিয়ান পোষ্টের অফিশিয়াল সাইটে গিয়ে আবেদন করতে হবে । তবে এখনও আবেদন শুরু হয়নি । এখন শুধুমাত্র শর্ট নোটিশ প্রকাশিত হয়েছে, যখন আবেদন করার অফিশিয়াল নোটিশ প্রকাশিত হবে তখন থেকেই আবেদন করতে পারবেন।
- Official Notice: Download
- Official Website: Click Here
- Apply Now: Click Here