Government Scheme : বর্তমানে রাজ্য সরকারের ১০ টি উল্লেখযোগ্য প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে,আপনি কোনটির টাকা পাবেন দেখুন

 

government scheme

বর্তমানে রাজ্য সরকারের একাধিক প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গে চালু রয়েছে। এই সমস্ত প্রকল্পের মাধ্যমে যাদের বাসস্থান নেই তাদের বাসস্থান দেওয়া হয়, যাদের সংসার চালানোর মতো কেও নেই, তাদের মুখে অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। আর বর্তমানে আংশিক লকডাউনের মাঝেও এইসব প্রকল্পের টাকা দেওয়া থেমে নেই, এরই মধ্যে ১০ টি উল্লেখযোগ্য প্রকল্প সারা রাজ্যে সাড়া ফেলে দিয়েছে। এই ১০ টি প্রকল্পের টাকাও বর্তমানে দেওয়া হচ্ছে যেগুলো কিনা পেলে সাধারণ দিন দরিদ্র মানুষ খুবই উপকৃত হবে। 

কোন কোন প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে ?


প্রকল্পের নাম: কৃষক বন্ধু প্রকল্প
ক্যাটাগরি:  Gen/SC/ST/OBC
টাকার পরিমান: ৫,০০০/১০,০০০ টাকা



প্রকল্পের নাম: যুবশ্রী প্রকল্প
ক্যাটাগরি:  Gen/SC/ST/OBC
টাকার পরিমান: ১৫০০ টাকা



প্রকল্পের নাম: বিধবা ভাতা
ক্যাটাগরি:  Gen/SC/ST/OBC
টাকার পরিমান: ১০০০ টাকা



প্রকল্পের নাম: বার্ধক্য ভাতা
ক্যাটাগরি:  Gen/SC/ST/OBC
টাকার পরিমান: ১০০০ টাকা



প্রকল্পের নাম: মানবিক প্রকল্প
ক্যাটাগরি: PWD(প্রতিবন্ধী)
টাকার পরিমান: ১০০০ টাকা



প্রকল্পের নাম: লক্ষীর ভান্ডার
ক্যাটাগরি:  Gen/SC/ST/OBC
টাকার পরিমান: ৫০০/১০০০ টাকা



প্রকল্পের নাম: কন্যাশ্রী প্রকল্প
ক্যাটাগরি:  Gen/SC/ST/OBC
টাকার পরিমান: K1- ১০০০ টাকা/ K2- ২৫,০০০ টাকা



প্রকল্পের নাম: জয় জোহার প্রকল্প
ক্যাটাগরি: ST 
টাকার পরিমান: ১০০০ টাকা



প্রকল্পের নাম: তফশিলি বন্ধু প্রকল্প
ক্যাটাগরি: SC 
টাকার পরিমান: ১০০০ টাকা



প্রকল্পের নাম: রুপশ্রী
ক্যাটাগরি: Gen/SC/ST/OBC
টাকার পরিমান: ২৫,০০০ টাকা




















Previous Post Next Post