Class 4 Amader Poribesh Model Activity Task Part 2 February 2022 ( চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২)

 প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা এখানে Class 4 Amader Poribesh Model Activity Task Part 2 ( চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২) সমস্ত প্রশ্ন ও উত্তর পাবে। ২০২২ এর ফেব্রুয়ারি মাসের তোমাদের আবার নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে। চতুর্থ শেণির ফেব্রুয়ারি মাসের আমাদের পরিবেশ বিষয়ের সব প্রশ্নের উত্তরগুলি নিচে দেওয়া হলো। 

Model Activity Task Part 2, February 2022

আমাদের পরিবেশ

চতুর্থ শ্রেণি  (Class – IV)

পূর্ণমান – ১৫

Class 4 Amader Paribesh Model Activity Task Part 2 February 2022 Solution


১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে : ১x৩=৩ 

১.১ দাঁড়িপাল্লা আর বাটখারা দিয়ে কোনাে বস্তুর যা মাপা হয় তা হলাে – 

(ক) আকৃতি

(খ) ভর 

(গ) দৈর্ঘ্য

(ঘ) আয়তন 

উত্তর: দাঁড়িপাল্লা আর বাটখারা দিয়ে কোনাে বস্তুর যা মাপা হয় তা হলাে (খ) ভর 


১.২ কঠিন থেকে তরলে বস্তুর অবস্থার পরিবর্তনের একটি উদাহরণ হলাে – 

(ক) জল থেকে বরফ হওয়া

(খ) জল থেকে বাষ্প হওয়া 

(গ) বাষ্প থেকে জল হওয়া

(ঘ) বরফ থেকে জল হওয়া 

উত্তর: কঠিন থেকে তরলে বস্তুর অবস্থার পরিবর্তনের একটি উদাহরণ হলাে (ঘ) বরফ থেকে জল হওয়া 


১.৩ পেরেক সাধারণত যে পদার্থ দিয়ে তৈরি তা হলাে – 

(ক) কাচ

(খ) লােহা 

(গ) কাগজ

(ঘ) প্লাস্টিক

উত্তর: পেরেক সাধারণত যে পদার্থ দিয়ে তৈরি তা হলাে (খ) লােহা 


২. একটি বাক্যে উত্তর দাও : ১x৩=৩

২.১ চাল থেকে কাঁকর কীভাবে আলাদা করবে? 

উত্তর: চাল থেকে কাঁকর আলাদা করার জন্য কুলোয় নিয়ে ঝেড়ে চাল থেকে কাঁকর গুলো বেছে ফেলে দিতে হবে ।


২.২ কঠিন, তরল আর গ্যাস – এদের মধ্যে কোনটির নিজস্ব আকার আছে?

উত্তর: কঠিন, তরল আর গ্যাস – এদের মধ্যে নিজস্ব আকার আছে ।


২.৩ “গ্যাস ছড়িয়ে পড়ে” – একটি উদাহরণ দাও। 

উত্তর: মশা মারার জন্য ধোঁয়া দিলে সেটা ছড়িয়ে পড়ে । গ্যাস ছড়িয়ে পড়ার এটি একটি উদাহরণ ।


৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২x৩=৬

৩.১ নুনজল থেকে নুনকে আলাদা করবে কী করে? 

উত্তর: থালায় করে নুনজল দুপুরের রোদে রেখে দিলে জলটা উবে যাবে আর নুনটা থালায় পড়ে থাকবে । এভাবে নুন জল থেকে নুন কে আলাদা করা যাবে ।


৩.২ “গ্যাসেরও ভর আছে” – একটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও।

উত্তর: গ্যাস সিলিন্ডার থেকে পাইপে করে উনুনে গ্যাস যায় এবং আগুন জ্বালালে পােড়ে। রান্না হতে থাকলে সিলিন্ডার ক্রমশ হালকা হতে থাকে। এরজন্যই যিনি গ্যাস সিলিন্ডার বাড়িতে দিয়ে যান তাঁর ওটা | আনতে কষ্ট হয়, কিন্তু নিয়ে যাবার সময় সহজেই নিয়ে যান। এর থেকেই বােঝা যায় যে গ্যাসেরও ভর আছে ।


৩.৩ পদার্থ বলতে কী বােঝাে? 

উত্তর: যার কিছুটা ভর আছে, যে কিছুটা জায়গা নেয় তাকে আমরা পদার্থ বলি। কঠিন, তরল আর গ্যাস হলাে পদার্থের তিনটি অবস্থা।


৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : ৩x১=৩

৪.১ মেঘ কীভাবে তৈরি হয়?

উত্তর: ভূপৃষ্ঠের অবস্হিত বিভিন্ন জলাশয়, নদীনালা, পুকুর, সমুদ্র প্রভৃতির জল সূর্যের তাপে ওই জলগুলি জলীয়বাষ্পে পরিণত হয়ে উপরে ওঠে, এবং পরে ওই জল কনা গুলি একে অপরের সাথে মিশে মেঘ সৃষ্টি করে এবং বৃষ্টি হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে ‌।




Class 4 All Subjects Model Activity Task Answers February 2022

Class 4 Bengali Model Activity Task Part 2 February 2022 | চতুর্থ শ্রেণি বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২ ফেব্রুয়ারী

Class 4 English Model Activity Task Part 2 February 2022 Answer

Class 4 Mathematics Model Activity Task Part 2 February 2022 | চতুর্থ শ্রেণি গণিত মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২ ফেব্রুয়ারী

Class 4 Health and Physical Education Model Activity Task Part 2 February 2022 Answer | চতুর্থ শ্রেণি স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২

Class 4 Amader Paribesh Model Activity Task Part 2 February 2022 | চতুর্থ শ্রেণি আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ২ ফেব্রুয়ারী



Tags: Class 4, Class 4 Model Activity Task Part 2 February 2022, February 2022 Part 2 Model Activity Task, Model Activity Task / February 2022 / 2022 model activity task, Class 4 Model Activity Task 2022 Part 2, February 2022 model activity task, model activity 2022, model activity task, model activity task answer, model activity task answer pdf download, মডেল অ্যাক্টিভিটি টাস্ক, মডেল অ্যাক্টিভিটি টাস্ক পিডিএফ ডাউনলোড

Previous Post Next Post