প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা এখানে Class 4 Bengali Model Activity Task Part 2 ( চতুর্থ শ্রেণী বাংলা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৯) সমস্ত প্রশ্ন ও উত্তর পাবে। ২০২২ এর ফেব্রুয়ারি মাসের তোমাদের আবার নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে। চতুর্থ শেণির ফেব্রুয়ারি মাসের বাংলা বিষয়ের সব প্রশ্নের উত্তরগুলি নিচে দেওয়া হলো।
Model Activity Task Part 2 February 2022
বাংলা (Bengali)
চতুর্থ শ্রেণী (Class – IV)
পূর্ণমান – ১৫
Class 4 Bengali Model Activity Task Part 2 February 2022 Answer
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে : ১x৩=৩
১.১ বনের ধারে আছে মস্ত –
(ক) নদী
(খ) পাহাড়
(গ) মাঠ
(ঘ) গর্ত
উত্তর: (খ) পাহাড়
১.২ ছাগলছানার দেখা প্রথম বড়ড়া জন্তুটি হলাে—
(ক) ভালুক
(খ) বাঘ
(গ) সিংহ
(ঘ) ষাঁড়
উত্তর: (ঘ) ষাঁড়
১.৩ শিয়াল রাক্ষস ভেবেছে—
(ক) বাঘকে
(খ) ছাগলছানাকে
(গ) ষাঁড়কে
(ঘ) ভালুককে
উত্তর: (খ) ছাগলছানাকে
২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও : ১x৩=৩
২.১ ছাগলছানা কোথায় থাকত ?
উত্তর: যেখানে মাঠের পাশে বন আছে আর বনের ধারে মস্ত পাহাড় আছে সেই খানে একটা গর্তের ভিতরে ছাগলছানা থাকতো ।
২.২ গর্তের বাইরে যেতে চাইলে ছাগলছানার মা তাকে কী বলত?
উত্তর: গর্তের বাইরে যেতে চাইলে ছাগল ছানার মাতা কে বলতো “যাসনে ! ভালুকে ধরবে, বাঘে নিয়ে যাবে, সিংহে খেয়ে খেয়ে ফেলবে”
২.৩ ‘তুমি যাও, আমি কাল যাব।’ – ছাগলছানা কেন একথা বলেছিল?
উত্তর: বনের ভিতর চমৎকার ঘাস খেয়ে ছাগল ছানার পেট এমন ভারি হয়ে পড়েছিল যে, সে আর চলতে পারছিল না তাই সে প্রশ্নে উদ্বৃত কথাটি বলেছিল ।
নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও : ২x৩=৬
৩.১ গর্তের ভিতর কে ও?’ – এই প্রশ্নের উত্তরে ছাগলছানা কী বলেছিল?
উত্তর: গর্তের ভেতর কে ও — এই প্রশ্নের উত্তরে ছাগলছানা বলেছিল –
“লম্বা লম্বা দাড়ি
ঘন ঘন নারী ।
সিংহের মামা আমি নরহরি দাস
পঞ্চাশ বাঘে মোর এক-এক গ্রাস ! “
৩,২ ‘শুনেই তাে ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছে।’ – বাঘ ভয় পেয়েছে কেন?
উত্তর: বাঘ শিয়াল কে লেজের সঙ্গে বেঁধে শিয়ালের গর্তের কাছে এলে ছাগলছানা দূর থেকে তাদের দেখতে পায় । তাদের দেখে ছাগলছানা বুদ্ধি করে শিয়ালকে বলে –
“দূর হতভাগা তোকে দিলাম দশ বাঘের কড়ি
এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি ! “
এই কথা শুনে বাঘ ভয় পেয়ে যায় । কারণ সে ভেবেছিল শিয়াল থাকে ফাঁকি দিয়ে নরহরি দাসকে খেতে দেওয়ার জন্যই তাকে নিয়ে এসেছে ।
৩.৩ বাঘের উপর শিয়ালের রাগ হয়েছিল কেন?
উত্তর: নরহরি দাসের (ছাগলছানার) কথা শুনে ভয়ে বাঘের প্রাণ উড়ে গিয়েছিল । ফলে সে পঁচিশ হাত লম্বা এক লাফ দিয়ে তার লেজে বাধা শিয়াল কে নিয়ে দৌড়াতে থাকে । সেই কারণে শিয়াল মাটিতে আছাড় খেয়ে, কাটার আঁচড় খেয়ে, ক্ষেতের আলে ঠোক্কর খেয়ে প্রায় আধমরা হয়ে পড়েছিল । বাঘ মামার এই ব্যবহারের ফলে শেয়ালের যায় যায় অবস্থা হয়ে গিয়েছিল বলেই বাঘের উপর রাগ হয়েছিল ।
৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখাে :
নরহরি দাস’ গল্পে ছাগলছানার বুদ্ধির পরিচয় কীভাবে ফুটে উঠেছে?
উত্তর: উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা “নরহরি দাস” গল্পে দেখা যায় বনের ভিতর বেশি পরিমাণে ঘাস খেয়ে ছাগলছানা টি আর চলতে না পারায় একটি শিয়ালের গর্তে আশ্রয় নেয় । গর্তের ভিতর থেকে সে শিয়াল কে দেখেও ভয় না পেয়ে নিজেকে সিংহের মামা নরহরি দাস বলে পরিচয় দেয় । কোন চেনা জন্তুর নাম উচ্চারণ করলে শিয়াল তার মিথ্যা ধরে ফেলত । তাই সে নরহরি দাস এর নাম নিয়ে শিয়ালের মনে আতঙ্ক তৈরি করেছিল। সেই সঙ্গে সে এক গ্রাসে পঞ্চাশটা বাঘ খেতে পারে বলে শিয়ালের ভয় আরো বাড়িয়ে দিয়েছিল । এইভাবে বাঘের সামনে সে শিয়াল কে উদ্দেশ্য করে বলে যে তাকে দশ বাঘের কড়ি দিলেও সে মাত্র একটি বাঘ নিয়ে এসেছে । এই কথায় বাঘ ভয় পেয়ে পালায় । এইভাবে ছাগল ছানার বুদ্ধির পরিচয় ফুটে উঠেছে গল্পে ।
Class 4 All Subjects Model Activity Task Answers February 2022
Class 4 English Model Activity Task Part 2 February 2022 Answer
Tags: Class 4, Class 4 Model Activity Task Part 2 February 2022, February 2022 Part 2 Model Activity Task, Model Activity Task / February 2022 / 2022 model activity task, Class 4 Model Activity Task 2022 Part 2, February 2022 model activity task, model activity 2022, model activity task, model activity task answer, model activity task answer pdf download, মডেল অ্যাক্টিভিটি টাস্ক, মডেল অ্যাক্টিভিটি টাস্ক পিডিএফ ডাউনলোড