Model Activity Task January 2022
Mathematics (গণিত)
Class – IV (চতুর্থ শ্রেণী)
পূর্ণমান – ১৫
Class 4 Mathematics Model Activity Task January 2022 Solution
নীচের প্রশ্নগুলির উত্তর লেখাে – ১ x ৩ = ৩
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :
(ক) দশকের কাঠির একটি রঙিন বল তুলে নিয়ে এককের কাঠিতে বসালে সংখ্যাটি হবে ।
(a) ৭১
(b) ৬২
(c) ৫২
(d) ৫৩
উত্তর: (d) ৫৩
(খ) ১, ২, ৩ সংখ্যা তিনটি দিয়ে গঠিত ৩ অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির বৃহত্তম সংখ্যাটির দশকের ঘরের অঙ্কটি হবে—
(a) ৩
(b) ২
(c) ১
(d) ০
উত্তর: (b) ২
(গ) দুটি কাঁটাযুক্ত একটি ঘড়িতে ছােটো কাঁটাটি ৩ এবং ৪-এর ঘরের মাঝখানে এবং বড়াে কাঁটাটি ৬-এর ঘরে থাকলে, সময় হয়
(a) ৩টে
(b) ৪টে
(c) ৬টা
(d) ৩টে ৩০ মিনিট
উত্তর: (d) ৩টে ৩০ মিনিট
২. সত্য/মিথ্যা লেখাে : ১x৩=৩
(ক) যে বছর লিপইয়ার সেই বছরে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা ২৮।
উত্তর: মিথ্যা
(খ) একটি প্লেটে ৫টি এবং অপর একটি প্লেটে ৩টি সন্দেশ আছে, গড়ে একটি প্লেটে সন্দেশ থাকবে ৮টি।
উত্তর: মিথ্যা
(গ) ২০৩ সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে কথায় লিখলে হয় দুই শতক শূন্য দশক তিন একক।
উত্তর: সত্য
৩.
ছবিটিতে, বক্ররেখার সংখ্যা ________ ।
সরলরেখাংশের সংখ্যা ________ ।
ত্রিভুজের সংখ্যা ________ ।
উত্তর:
ছবিটিতে, বক্ররেখার সংখ্যা ৪ টি ।
সরলরেখাংশের সংখ্যা ১৭ টি ।
ত্রিভুজের সংখ্যা ৩ টি ।
৪. (ক) যােগ করাে :
উত্তর:
(খ) ভাগ করাে : ৪০৫ ÷ ৪, ভাগ করে ভাজ্য, ভাগফল এবং ভাগশেষ লেখাে।
উত্তর:
Class 4 Model Activity Task February 2022 All Subjects Answers : Click Here
ফেব্রুয়ারি মাসের সব সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর: Click Here
Tags: Class 4, Class 4 Model Activity Task Part 2 February 2022, February 2022 Part 2 Model Activity Task, Model Activity Task / February 2022 / 2022 model activity task, Class 4 Model Activity Task 2022 Part 2, February 2022 model activity task, model activity 2022, model activity task, model activity task answer, model activity task answer pdf download, মডেল অ্যাক্টিভিটি টাস্ক, মডেল অ্যাক্টিভিটি টাস্ক পিডিএফ ডাউনলোড