Model Activity Task Part 9, January 2022
আমাদের পরিবেশ (Environment Science)
তৃতীয় শ্রেণি (Class – III)
পূর্ণমান – ১৫
Class 3 Amader Poribesh Model Activity Task Part 9 Solution
১. ঠিক উত্তর নির্বাচন করাে : ১x৩=৩
১.১ তােমরা নানারকম খাবারের স্বাদ গ্রহণ করার জন্য যে অঙ্গটি ব্যবহার করাে, সেটি হলাে—
(ক) নাক
(খ) জিভ
(গ) চোখ
(ঘ) কান
উত্তর : (খ) জিভ
১.২ ফুটবল খেলার সময় সবচেয়ে বেশি কাজ হয় –
(ক) হাতের
(খ) পায়ের
(গ) কানের
(ঘ) কাঁধের
উত্তর : (খ) পায়ের
১.৩ পঞ্চেন্দ্রিয়ের মধ্যে পড়ে না –
(ক) চোখ
(খ) কান
(গ) নখ
(ঘ) চামড়া
উত্তর : (গ) নখ
২. শূন্যস্থান পূরণ করাে : ১x৩=৩
২.১ মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাৎ __________ উপস্থিতি।
উত্তর : মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাৎ বুদ্ধির উপস্থিতি।
২.২ লােহিত কণিকা কমে গেলে __________ হয় l
উত্তর : লােহিত কণিকা কমে গেলে রক্তাল্পতা হয় l
২.৩ শিং আছে এমন একটি প্রাণী হলাে__________।
উত্তর : শিং আছে এমন একটি প্রাণী হলাে গরু ।
৩.একটি বা দুটি বাক্যে উত্তর দাও : ২x৩=৬
৩.১ স্কিপিং-এর সময় শরীরের কোন কোন অংশের কাজ হয় ?
উত্তর : স্কিপিং- এর সময় কনুই, কব্জি, আঙুল, কাঁধ এবং পা সবেরই অনেক কাজ হয়।
৩.২ কী কারণে কানে শােনার অসুবিধে হয়?
উত্তর : কানে ময়লা জমলে বা কানের পর্দায় আঘাত লাগলে কানে শােনার অসুবিধা হয়।
৩.৩ ব্যায়াম কেন উপকারী?
উত্তর : ব্যায়াম উপকারী কারণ :
1) নিয়মিত ব্যায়াম করলে শরীর, মন ভালাে থাকে।
2) শরীরের রােগ প্রতিরােধ ক্ষমতা বাড়ে।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও : ৩
দাঁত মাজার নিয়ম কী?
উত্তর : দাঁত মাজার সঠিক নিয়ম হলাে:
1) নিচের দাঁতের তল থেকে উপরে ব্রাশ টানতে হবে। আর উপরের দাঁতে উপর থেকে নিচে।
2) সামনে-পিছনে দাঁত ব্রাশ করলে দাঁতের গােড়া ক্ষয় হয়ে যেতে পারে, তাই উপরে নিচে ব্রাশ করতে হবে।
3) পরিমিত মাত্রায় পেস্ট নিয়ে ভালাে মানের টুথব্রাশ ব্যবহার করতে হবে।
তৃতীয়শ্রেণীর সব সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর : Click Here
January 2022 Part 9 Model Activity Task | Part 9 Model Activity Task | Model Activity Task 2022 | New Model Activity Task 2022 | Part 9 Model Activity Task | Class 3 Model Activity Task 2022 | Class 3 Bengali (বাংলা) Model Activity Task 2022 Part 9 | Class 3 English (ইংরেজি) Model Activity Task 2022 Part 9 | Class 3 Environment Science (আমাদের পরিবেশ) Model Activity Task 2022 Part 9 | Class 3 Health and Physical Education (স্বাস্থ্য ও শারীরশিক্ষা) Model Activity Task 2022 Part 9 | Class 3 Math (গণিত) Model Activity Task 2022 Part 9