Class 2 Health and Physical Education Model Activity Task Part 9 Answer January 2022 | Class 2 Sastho o Sharir Sikkha | দ্বিতীয় শ্রেণী স্বাস্থ্য ও শারীরশিক্ষা মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৯

মডেল অ্যাক্টিভিটি টাস্ক Part 9, January 2022

স্বাস্থ্য ও শারীরশিক্ষা (পূর্ণমান – ১০)

দ্বিতীয় শ্রেণী


মূল্যবােধের শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা


Class 2 Health and Physical Education Model Activity Task Part 9 Solution


১। শব্দঝুড়ি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করাে : ১ X ১০ =১০

(ক) আমার প্রতিন্ত্র :

বাবা মা-র কথা শুনে এগােতেই চাই, শিক্ষক, গুরুজনে যেন কাছে পাই —


(খ) সুস্বাস্থ্য :

শরীরটাকে ফিট রাখতে করবে যােগাসন l


(গ) আমার প্রতিজ্ঞা :

সব জাতি ধর্মকে দেব সম্মান আমরা যে একজাতি আর এক প্রাণ। 


(ঘ) সুস্বাস্থ্য :

পড়ালেখার পাশাপাশি করবে খেলাধুলাে


(ঙ) সুস্বাস্থ্য :

শরীর ও মন যদি তুমি সুস্থ রাখতে চাও, সময়মতাে ঘুমােও এবং নিয়মমতাে খাও।


(চ) দাঁতের যত্ন :

খাবার খেলে খাদ্যকণা দাঁতেই জমে থাকে, পরিষ্কার তাই করতে হবে দাঁতের ফাঁকে ফাঁকে।


(ছ) চোখের যত্ন :

চোখ মােছারই জন্যে রেখাে রুমাল বা তােয়ালে, বই পড়বার সময় আলাে থাকবে রাত্রিকালে।


(জ) দাঁতের যত্ন :

রাতে শােয়ার আগে, ভােরে উঠবে যখন সবে, মাজন বা পেস্ট দিয়ে তখন দাঁত যে মাজতে হবে।


(ঝ) চোখের যত্ন :

প্রতিদিনই নিয়ম করে চার থেকে পাঁচবার, জলের ঝাপটা দিয়ে কোরাে চোখটা পরিষ্কার l


(ঞ) চোখের যত্ন :

চোখ-ওঠা রােগ হলে কিন্তু চোখটা ঘষতে নেই, ডাক্তারের কাছে যেতে বলবে সকলকেই।



শব্দঝুড়ি : বাবা, যােগাসন, সম্মান, পড়ালেখার, মন, দাঁতের, রুমাল, রাতে, পরিষ্কার, রােগ।



দ্বিতীয় শ্রেণীর সব সাবজেক্টের মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর: Click here


January 2022 Part 9 Model Activity Task | Part 9 Model Activity Task | Model Activity Task 2022 | New Model Activity Task 2022 | Part 9 Model Activity Task | Class 2 Model Activity Task 2022 | Class 2 Ability to communicate (সংযোগ স্থাপনে সক্ষমতা) Model Activity Task 2022 Part 9 | Class 2 ALL Model Activity Task 2022 Part 9 | Model Activity Task 2022 Part 9 

Previous Post Next Post