সুখবর: লকডাউনে আবারো প্রত্যেক দেশবাসীকে ৫ হাজার করে টাকা দিচ্ছে কেন্দ্র, আবেদনের শেষ তারিখ ১৫ জানুয়ারি! জানুন আসল সত্যি



 সাম্প্রতিক সময়ে দেশের কিছু ব্যক্তির ফোনে একটি মেসেজ আসতে দেখা যায়। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এই মেসেজে (Govt Covid Help) লেখা থাকছে, নীচে থাকা লিঙ্কে ক্লিক করে ফর্ম পূরণ করলেই ৫০০০ টাকা পেয়ে যাবেন স্বাস্থ্য মন্ত্রকের করোনা তহবিল  (Coronavirus India)  থেকে। আগামী ১৫ ই জানুয়ারির মধ্যেই এই ফর্ম পূরণ করতে হবে, তবেই পেয়ে যাবেন ৫০০০ টাকা।

এমন বার্তা ছড়িয়ে দেশে পড়তেই মঙ্গলবার প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) তথ্য যাচাইকারী ট্যুইটার হ্যান্ডেলের (@PIBFactCheck) তরফে দাবি করা হয়, এমন মেসেজ (Govt Covid Help) সম্পূর্ণ ভুয়ো ও ভিত্তিহীন। বাস্তবে এই বিষয়ের কোন সত্যতা একেবারেই নেই।

প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) তথ্য যাচাইকারী ট্যুইটার হ্যান্ডেলের (@PIBFactCheck) পক্ষ থেকে ট্যুইটারে একটি ছবি পোস্ট করে বলা হয়, ‘করোনাভাইরাস তহবিল থেকে ৫,০০০ টাকা দিচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক- এমন ভুয়ো মেসেজ বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় (Govt Covid Help) ঘুরে বেড়াচ্ছে। এই এসএমএস বার্তাটি সম্পূর্ণ ভুয়ো। দয়া করে কেউ এই ভুয়ো বিবৃতিটি ফরোয়ার্ড করবেন না। এইধরনের সন্দেহজনক কোন ওয়েবসাইটে নিজেদের কোন তথ্য দেবেন না’।

জেনে নিন কি লেখা ছিল সেই ভুয়ো মেসেজে-

করোনা আবহে (Coronavirus India) ভারত সরকারের পক্ষ থেকে ৫০০০ টাকা পাওয়া যাবে। আর তার জন্য করতে হবে একটি ফর্ম পূরণ। এখনই এই ফর্ম ফিলাপ করে স্বাস্থ্য মন্ত্রকের করোনা তহবিল থেকে ৫০০০ টাকা পেয়ে যান। আর আপনি যদি এই ৫০০০ টাকা পেতে চান, তাহলে নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। সেইসঙ্গে আরও বলা হয়েছে, আগামী ১৫ ই জানুয়ারির মধ্যেই এই ফর্ম ফিলাপ করতে হবে। তবেই আপনি এই টাকা পেয়ে যাবেন।

Previous Post Next Post