১০ মিনিটে বিনামূল্যে আপনার ফোনেই প্যান কার্ড বানিয়ে নিন । PAN Card Apply Online । e-PAN Card Apply

pan card apply


 আমরা সবাই জানি বর্তমানে প্যান কার্ড একটি খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। ব্যাঙ্কে একাউন্ট খোলা থেকে শুরু করে যেকোনো কাজেই একজন প্রাপ্ত বয়স্কের প্যান কার্ড প্রয়োজন। সরকার বর্তমানে প্যান কার্ড আবেদন আরো সহজ করে দিয়েছে। এবার আপনি আপনার হাতে থাকা ফোন দিয়েই প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন, তবে সেই কাজের জন্য আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক থাকা প্রয়োজন। কীভাবে আপনি বাড়িতে বসেই প্যান কার্ডের জন্য আবেদন করবেন চলুন দেখে নেই। 


E-PAN  Card Apply Process 



  • এরপর 'Our Services' ট্যাব এর মধ্যে 'see more' অপশনে ক্লিক করলে 'Instant E-PAN' অপশন শো হবে, সেখানে ক্লিক করতে হবে। 


  • এরপর নতুন PAN Card Apply করার জন্য 'Get New e-PAN' অপশনে ক্লিক করুন। 


  • তারপর আধার নাম্বার বসিয়ে, চেক বক্সে ক্লিক করে 'Continue' বাটনে ক্লিক করুন।


  • এরপর সেখানে Terms & Conditions শো করবে, একসেপ্ট করে 'Continue' করুন। 


  • আপনার যে মোবাইল নাম্বার টি আঁধারের সাথে লিঙ্ক আছে, সেটি তে একটি OTP যাবে, সেটি বসিয়ে Terms & Conditions এর চেক বক্সে ক্লিক করুন এবং 'Continue' বাটনে ক্লিক করুন।


  • এরপর আপনার সমস্ত পার্সোনাল ডিটেল্স শো করবে। আপনার আঁধারে সাথে ইমেইল লিংক থাকলে ইমেইল আইডি টি শো করবে,  না থাকলে 'Link Email ID' অপশনে ক্লিক করে ইমেইল আইডি টি এন্টার করে 'Send OTP' তে ক্লিক করুন। তারপর ইমেইলে যে OTP টি যাবে সেটি এন্টার করে 'Submit' বাটনে ক্লিক করলে ইমেইল আইডি টি লিংক হয়ে যাবে।  তারপর Terms & Conditions শো করবে, একসেপ্ট করে 'Continue' করুন। 


  • এরপরেই আপনার নতুন e-PAN কার্ডের জন্য রিকুয়েস্ট সাবমিট হয়ে যাবে এবং একটা Acknowledgement  Number পেয়ে যাবেন, সেটি নোট করে রেখে দিন। 


আবেদনের ১০ মিনিট পরেই আপনি আপনার e-PAN কার্ড টি ডাউনলোড করে নিতে পারবেন। কীভাবে ডাউনলোড করবেন দেখে নেবো। 

E-PAN Card Download Process  

  • একই রকম ভাবে 'Our Services' ট্যাব এর মধ্যে 'see more' অপশনে ক্লিক করলে 'Instant E-PAN' অপশন শো হবে, সেখানে ক্লিক করতে হবে।
  • এবার 'Check Status/Download PAN' অপশনে ক্লিক করতে হবে। 
pan card status check


  • তারপর আধার নম্বর বসিয়ে 'Continue' করতে হবে। 
pan card download


  • এরপর আপনার মোবাইল নাম্বারে একটি OTP যাবে সেটি বসাতে হবে এবং 'Continue' করতে হবে। 


  • এবার আপনি 'Download E-PAN' অপশন পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে প্যান কার্ড টি ডাউনলোড করে নিন। 


  • এরপর আপনার ডাউনলোড হওয়া প্যান কার্ড টি ওপেন করতে গেলে একটি পাসওয়ার্ড চাইবে, সেখানে পাসওয়ার্ড হিসেবে আপনার জন্ম তারিখ টি দিন। (উদাহরণস্বরূপ আপনার জন্ম তারিখ 01-01-1996 হলে আপনার পাসওয়ার্ড টি হবে 01011996
Previous Post Next Post