ডিজিটাল রেশন কার্ডের ও আধার লিঙ্ক-এর কাজ দ্রুত করতে চায় রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তর। সেই জন্যই এবার আরও সহজ করা হল সেই প্রক্রিয়া। সোমবারই এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, আঙুল ছাপের মাধ্যমেও বায়োমেট্রিক অথেনটিকেশন করা যাবে। খাদ্য সরবরাহ দপ্তরের ইন্সপেক্টর রেশনিং অফিসার-এর অফিস থেকেও এবার লিঙ্ক করা যাবে। তাছারা বাংলা সহায়তা কেন্দ্রও তা করা যাবে। রেশন দোকান থেকেও আধার সংযুক্তিকরণের কাজ করার কথা বলা হয়েছে নির্দেশিকায়। পাশাপাশি বাড়ি বাড়ি আসছেন সরকারের প্রতিনিধিরা।
রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তর এর নির্দেশিকায় বলা হয়েছে, আধার কার্ডের সঙ্গে ডিজিটাল রেশন কার্ড লিঙ্ক করার জন্য নিকবর্তী খাদ্য ও সরবরাহ দপ্তরের ইন্সপেক্টর রেশনিং অফিসার অফিসে যেতে হবে। সেখানে প্রথমে আবেদনকারীর ডিজিটাল রেশন কার্ড ও আধার কার্ড খতিয়ে দেখা হবে। এর পরে আধার নাম্বার ক্যাপচার করা হবে। তারপর রেশন কার্ডের মালিককে আঙুলের ছাপ দিতে হবে। অথেন্টিকেশন শেষ হলে কম্পিউটারের স্ক্রিনে আবেদনকারীর নাম, নম্বর, জন্মের তারিখ ইত্যাদি দেখা যাবে।
তারপর সংশ্লিষ্ট অফিসাররা আধার কার্ডে দেওয়া তথ্যের সঙ্গে ডিজিটাল রেশন কার্ড মিলিয়ে দেখবেন আধার কার্ড রেশন কার্ডের মালিক একই ব্যক্তি কি না! লিংক-এর জন্য প্রত্যেক পরিবারের সদস্যকে একই সঙ্গে না এলেও হবে, তাঁরা নিজেদের সুবিধা মতো আসলেই হবে। শুধু তাই নয়, সেখানে পরিবারের যেকোনো একজন ব্যাক্তির মোবাইল নাম্বার লিঙ্ক করা হবে ওটিপি ভেরিফিকেশন এর মাধ্যমে।
এমনিতে পয়লা জুলাই থেকেই বাড়ি বাড়ি গিয়ে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করার কাজ শুরু করা হয়েছে। এক্ষেত্রে বাড়ি বাড়ি আসবেন সমিক্ষক্রা, আঙ্গুলের ছাপ দিয়ে রেশনে কার্ডের সঙ্গে আধার কার্ড ও মোবাইল নাম্বার লিঙ্ক করা যাবে। এছাড়া আধার ও রেশনে কার্ডের লিঙ্কের করার জন্য আবেদনকারীকে রেশন দোকানে যেতে হবে। এক কথায় এক্ষেত্রে নয়া নির্দেশিকা মাধ্যমে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক-এর প্রক্রিয়া আরো সহজ হল সাধারণ মানুষের জন্য।