বাড়িতে বসে ইনকাম করতে কে বা না চাই, আপনিও যদি সহজে বাড়িতে বসে ইনকাম করতে চান তবে আপনার জন্য রয়েছে দারুন একটি বিজনেস আইডিয়া যেখানে আপনি বাড়িতে বসেই মাসে ৮০ হাজার টাকা ইনকাম করতে পারবেন। দারুন এই সুযোগ নিয়ে এসেছে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India). স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম ফ্র্যাঞ্চাইজি (SBI ATM Franchise) নিয়ে এই টাকা আয় করতে পারবেন। সাধারণত এটিএম লাগানোর দায়িত্ব ব্যাঙ্কের তরফে অন্য সংস্থাকে দেওয়া হয়ে থাকে ৷ বেশ কিছু সংস্থাকে এটিএম লাগানোর কনট্র্যাক্ট দিয়ে থাকে ব্যাঙ্ক ৷ দেখে নিন আপনি কী ভাবে এটিএম-এর ফ্র্যাঞ্চাইজি (SBI ATM Franchise) নিয়ে মোটা টাকা আয় করতে পারবেন ৷
SBI ATM ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য কী কী শর্ত রয়েছে -
আপনি যদি ATM বসানোর পরিকল্পনা করে থাকেন তাহলে সেক্ষেত্রে ৫০-৮০ বর্গফুট জায়গার প্রয়োজন হবে।
পাশাপাশি, অন্যান্য যেকোনো ATM থেকে ১০০ মিটার দূরত্বে সেটি রাখতে হবে।
এছাড়াও, মাথায় রাখতে হবে যে, আপনি যেখানে ATM টি বসাতে চলেছেন সেটি যেন বাড়ির নিচতলায় থাকে এবং সংশ্লিষ্ট জায়গাটিতে লোকজন যেন ভালোভাবে চলাচল করতে পারেন।
এর পাশাপাশি, ATM সচল রাখতে সেখানে ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার ব্যবস্থাও আপনাকেই করতে হবে।
এছাড়াও, ATM টি যেখানে বসছে সেখানে একটি কংক্রিটের ছাদ থাকাও উচিত।
কী কী ডকুমেন্ট লাগবে ?
১. আইডি প্রুফ- Aadhaar Card , Pan Card , Voter Card
২. ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও পাসবুক
৩. অ্যাড্রেস প্রুফ- রেশন কার্ড, ইলেক্ট্রিসিটি বিল
৪. ফটোগ্রাফ, ই-মেল আইডি, ফোন নম্বর
৫. জিএসটি নম্বর
৬. ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস
কীভাবে করবেন এটিএম ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন (How To Apply For SBI ATM Franchise)
এসবিআই এটিএম-এর ফ্র্যাঞ্চাইজি বেশ কিছু সংস্থা দিয়ে থাকে ৷ অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন ৷ দেশের বেশির ভাগ এটিএম লাগানোর কন্ট্র্যাক্ট দেওয়া হয়ে থাকে Tata Indicash, Muthoot ATM ও India One ATM ৷ এই সমস্ত সংস্থার ওয়েবসাইটে অনলাইনে লগইন করে এটিএমের জন্য আবেদন করতে পারবেন ৷
অফিশিয়াল ওয়েবাসাইট:
Tata Indicash – www.indicash.co.in
Muthoot ATM – www.muthootatm.com/suggest-atm.html
India One ATM – india1atm.in/rent-your-space