একেবারে একলাফে বেড়ে গেল বাংলায় করোনার গ্রাফ। সোমবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে দেখা গিয়েছিল নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৫১জন। পজিটিভিটি রেট ছিল ৯.৫৫ শতাংশ।মঙ্গলবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে দেখা যায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৯৫৪। বুধবার তা দাঁড়ায় ১,৪২৪, যা কিনা গত ৪ মাসে সবথেকে বেশি।
এদিন পজিটিভিটি রেটও বেড়ে গিয়েছে। তবে চিকিৎসকদের একাংশের মতে, অবিলম্বে সাধারণ মানুষের সতর্ক হওয়া অত্যন্ত দরকার। মাস্ক পরার উপরেও জোর দিচ্ছেন চিকিৎসকদের অনেকেই। এমনকী মুখ্যমন্ত্রীও সাধারণ মানুষকে সতর্ক করছেন।
গত দুই তিন মাস ধরে দেখা যাচ্ছিল করোনার গ্রাফ ক্রমশ বাড়ছে। তবে গত ২৪ ঘণ্টায় সেই গ্রাফ একেবারে দেড় হাজার ছুঁই ছুঁই হয়ে যায়। এদিকে দীর্ঘদিন বাদে সোমবারই রাজ্যে স্কুল খুলেছে। ফের পঠনপাঠন শুরু হয়েছে। তার মধ্য়েই করোনাকে ঘিরে নয়া উদ্বেগ।
তবে কলকাতা সহ শহরতলিতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে মাস্কের কোনও বালাই নেই অনেকেরই মুখে। একেবারে অবলীলায় মাস্ক ছাড়াই ঘুরছেন সাধারন মানুষ। ট্রেনে, বাসে তুমুল ভিড়। কোথাও কোনও সতর্কতা নেই। সেক্ষেত্রে একটাই প্রশ্ন ফের কি সেই ভয়াবহ পরিস্থিতি আসন্ন? এই প্রশ্নটা ঘুরে ফিরে আসছে বাংলায়। রোজই নতুন করে উদ্বেগ, কাল কী দেখা যাবে করোনা বুলেটিনে? ফের কি বন্ধ হবে বাস ট্রেন ? খুলতে না খুলতেই ফের কি বন্ধ হয়ে যাবে স্কুল ?