Madhyamik Life Science Suggestion 2022 PDF | Madhyamik Suggestions 2022

 প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকেই জানো বছরের অর্থাৎ ২০২২ এর মাধ্যমিক পরীক্ষার সিলেবাস (Madhyamik 2022 Syllabus) কমানো হয়েছে। তাই জীবন বিজ্ঞানের (Madhyamik 2022 Life Science Suggestions) যে যে অধ্যায় থেকে মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন আসবে সেই সেই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিচে দেওয়া হলো। তোমরা এই প্রশ্নগুলির উত্তরের সঙ্গে বাকি বইটাও ভালোভাবে মন দিয়ে পড়বে।



Madhyamik 2022 Life Science Suggestions


1) টুপিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য লেখ।

2) উদ্ভিদের চলন ও গমন সারণির সাহায্যে উপস্থাপন কর।

3) উদ্ভিদ কীভাবে পরিবেশের পরিবর্তন শনাক্ত করতে পারে এবং সাড়াপ্রদান করতে পারে তার ব্যাখ্যা দাও।

4) অক্সিন হরমোনের ব্যাবহারিক প্রয়োগ আলোচনা কর।

5) উদ্ভিদের কোন্ কোন্ শারীরবৃত্তীয় প্রক্রিয়া হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়?

6) অক্সিন হরমোনের 3টি কাজ লেখ। কৃষিকাজে অক্সিনের ব্যবহার লেখ।

7) অক্সিন ও জিব্বেরেলিনের দুটি পার্থক্যলেখ। উদ্ভিদদেহে চলনের গুরুত্বগুলি লেখ।

8) TSH ও LH-এর মধ্যে পার্থক্য লেখ। থাইরক্সিনের তিনটি কাজ লেখ।

9) টেস্টোস্টেরন ও ইস্ট্রোজেনের কাজগুলি উল্লেখ করা।

10) মানবদেহের পাঁচটি শারীরবৃত্তীয় ক্রিয়ার উদাহরণ দাও যা হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়।

11) জিব্বেরেলিনের পাঁচটি কাজ লেখ।

12) মানব চোখের বিভিন্ন অংশ সারণির সাহায্যে উপস্থাপন কর।

13) উদ্ভিদের ওপর সংকরায়ণ সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের কারণ লেখ। মেন্ডেল নির্বাচিত তিনজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য লেখ।

14)প্রতিবর্ত ক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখ। শর্ত সাপেক্ষ ও শর্ত নিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পার্থক্য কী?

15) উপযোজন কী? উপযোজন মানবজীবনের জন্য অপরিহার্য-তিনটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।

17) মেন্ডেল মটর উদ্ভিদকে পরীক্ষার জন্য নির্বাচন করেছিলেন কেন?

18)  প্রাণীদের ক্ষেত্রে মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষাটি সংক্ষেপে বর্ণনা কর।


*বিরাট সুযোগ,ফ্রীতে বাড়িতে বসে কম্পিউটার কোর্স শিখুন,সঙ্গে সার্টিফিকেট: CLICK HERE


Previous Post Next Post