করোনার নতুন প্রজাতি ওমিক্রন ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে রাজ্যজুড়ে। কলকাতায় ইতিমধ্যেই ইঙ্গিত মিলেছে গোষ্ঠী সংক্রমণের। দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে দৈনিক সংক্রমণ। অনুমান করা হচ্ছে এক সপ্তাহের মধ্যেই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা চূড়ায় পৌঁছে যাবে। গত দুদিনে রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যার দিকে নজর রাখলে লক্ষ্য করা যাবে, মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ৭৫২। বুধবার আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০৮৯ এবং বৃহস্পতিবার দৈনিক আক্রান্তের সংখ্যা দু’হাজার পার করে দাঁড়ায় ২১২৮। দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ৩০ থেকে ৩৫ হাজার। অর্থাৎ করোনার তৃতীয় ঢেউ যে আসন্ন সেটা সবার মনেই আশঙ্কা এই মুহূর্তে। এবং দিল্লি ও মুম্বাইয়ে ইতিমধ্যেই লক ডাউনের ঘোষণা করা হয়েছে।
আর এই মুহূর্তে একটি খবর চারিদিকে শোরগোল হচ্ছে, যেখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে ফের কড়া লকডাউন শুরু হচ্ছে ৩ জানুয়ারি থেকেই,বন্ধ হয়ে যাবে সব স্কুল কলেজ, বাস ট্রেন সবকিছুই এবং একথা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) নিজে ঘোষণা করেছেন ।
কিন্তু আপনাদের জানিয়ে রাখি, এটা সম্পূর্ণ ভুয়ো খবর। মমতা বন্দ্যোপাধ্যায় এরকম কিছুই ঘোষণা করেননি। ৩ জানুয়ারি থেকে বাংলাতে লকডাউনের কথা তিনি বলেননিই।
বৃহস্পতিবার সাগর থেকে কলকাতা রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি জানান, “গত দু’বছর লকডাউন দেখেছি আমরা সকলে। মানুষের প্রচুর ক্ষতি হয়েছে। তাই এখনই লকডাউন করা হবে না। যে এলাকায় আক্রান্তের সংখ্যা বাড়বে সেখানে কনটেনমেন্ট জোন করা হবে। বিধিনিষেধ জারি করা হবে তবে লক্ষ্য রাখা হবে জনজীবন যাতে ব্যাহত না হয়।” তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর কথায়, “আমরা সকলেই জানি বিদেশ থেকে যে বিমানগুলি আসছে, সেখান থেকেই ওমিক্রন ছড়াচ্ছে। অবিলম্বে বিদেশি বিমান ওঠানামা বন্ধ করা দরকার।” রাজ্যবাসীর উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, বছরের শেষ ও শুরুতে আনন্দ উদযাপনে মাতলেও প্রতিক্ষেত্রে সচেতন হতে হবে। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার আবশ্যক। গঙ্গাসাগর মেলার ক্ষেত্রেও সতর্কতা পালনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের তরফে ব্যবস্থা করা হচ্ছে ভ্যাকসিনেরও। তবে বারবার রাজ্যবাসীকে ভয় না পাওয়ার বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী।
তবে যেভাবে আবার করোনা গ্রাফ হুহু করে বেড়ে চলেছে তাতে স্পষ্ট সামনেই করোনার তৃতীয় ঢেউ,এবং যদি সক্রমনের হার হাতের নাগালে যায় তবে বাংলার মানুষ আবারো লকডাউন দেখতে পারে। তাই সবাই সাবধান থাকুন,সতর্ক থাকুন, ভ্যাকসিন নিন এবং বাইরে গেলেই মাস্ক পরুন।