‘১১৭৬ হরেকৃষ্ণ' কী? What is ‘1176 Harekrishna'?

 

What is 1176 harekrishna


ডালগোনা কফিই হোক বা ঘর ঝাঁট দেওয়া, নেট দুনিয়ায় এখন ট্রেন্ডি হতে বিষয় লাগে না। সেরকমই নতুন ট্রেন্ড হল ১১৭৬ হরেকৃষ্ণ পোস্ট। বিষয়টা কী? এটা কি কোনও মন্ত্র ? কেনই বা মানুষে লিখছেন? অধিকাংশেরই কাছে এর কারণ অজানা। কেউ বুঝে আর কেউ কেউ তো আবার না বুঝেই নিজেদের প্রোফাইলে পোস্ট করছেন শুধুমাত্র ট্রেন্ডে গা ভাসাতে ৷ সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে ফেসবুকে এই ‘১১৭৬ হরে কৃষ্ণ’ এখন ভাইরাল ৷ যা নিয়ে হাসি-ঠাট্টাও কম হচ্ছে না ৷ অনেকে মজা করে বলছেন, এই নম্বরটি হল ভগবান শ্রীকৃষ্ণের হোয়াটসঅ্যাপ নম্বর ৷ কিন্তু অনেকে আবার একে নিছক মজা বলে মানতে চাইছেন না। বলছেন, এই নম্বরে নিজের মনঃস্কামনা লিখে পাঠালে তা পূরণ হবেই ৷ দাবি করা হচ্ছে, আসলে ১১৭৬ নম্বরটি হল একটি ‘অ্যাঞ্জেল’ নম্বর ৷ ‘অ্যাঞ্জেল নম্বর’ হল সেই সব নম্বর, যেগুলোর মধ্যে বিশেষ কিছু ক্ষমতা আছে। যে নম্বরগুলো দেখলে বা মন্ত্রোচ্চারণের মত পড়লে মানুষের কিছু ভালো হবেই বলে ধরা হয়। দাবি করা হচ্ছে, এই ১১৭৬ নম্বরটি ‘উইশ’ বা মনের ইচ্ছে পূরণ করার ক্ষমতা রাখে। এমনও দাবি হচ্ছে, ১১৭৬ নম্বরটি জ্যোতিষশাস্ত্র এবং নিউমেরোলজি অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নম্বর ৷ এই নম্বর সারা দিনে জপ করে কেউ যদি নিজের মনের ইচ্ছা বলেন, তাহলে তা পূরণ হবে বলেই মনে করা হয়। তাই এটা লিখে সারাটা দিন ধরে মন্ত্রোচ্চারণের মত জপ করে মনের ইচ্ছা জানান, তবে খুব অল্প সময়ের মধ্যেই নাকি সেই মনের বাসনা পূরণ হতে বাধ্য ৷ মূলতঃ এমন ধারণা নিয়েই সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট হয়েই চলেছে৷ আপনিও একবার পরীক্ষা করে দেখবেন নাকি?

Previous Post Next Post