২ মিনিটেই কীভাবে প্যান কার্ডের সাথে আঁধার নাম্বার লিংক করবেন? How to Link Aadhar Number with PAN Card Online



ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের (Income Tax Authority) তরফ থেকে বর্তমানে প্যান কার্ডের সাথে আঁধার নাম্বার লিংক করা বাধ্যতামূলক করা হয়েছে। যদি আপনি ৩১ শে মার্চের মধ্যে আপনার প্যান কার্ডের সাথে আঁধার নাম্বার লিংক না করেন তবে আপনার প্যান কার্ডটি বাতিল করা হতে পারে এমনকি আপনাকে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হতেও পারে। তাই তার আগেই আপনি আপনার প্যান কার্ডের সাথে আঁধার নাম্বার টি লিংক করিয়ে নিন। এখন আপনি আপনার হাতে থাকে ফোনটি দিয়েই ২ মিনিটেই প্যান কার্ডের সাথে আধার নাম্বার লিংক করাতে পারেন। তো কীভাবে করবেন চলুন দেখে নিই। 

How to Link Aadhaar Card with Pan Card

  • প্রথমেই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে যার লিংক নিচে দেওয়া আছে। 
  • এরপর একটু নিচের দিকে স্ক্রল করে 'Link Aadhaar' অপশন পাবেন, সেখানে ক্লিক করতে হবে। 
  • এরপর আপনার প্যান নাম্বার, আঁধার নাম্বার, মোবাইল নাম্বার টি বসিয়ে নিচের চেক বক্সে ক্লিক করে 'Link Aadhaar' বাটনে ক্লিক করতে হবে। 
  • এরপর মোবাইল নাম্বারটিতে যে  OTP টি যাবে সেটি বসিয়ে 'Validate' বাটনে ক্লিক করবেন। এরপর কাজ শেষ।  কিছুক্ষনের মধ্যে আপনার প্যান কার্ডের সাথে আঁধার নাম্বার টি লিংক হয়ে যাবে। 
লিংক করার পর ওই একই ওয়েবসাইট থেকে 'Link Aadhaar Status' অপশনে ক্লিক করে দেখেও নিতে পারবেন লিংক হলো কিনা। 


অফিসিয়াল ওয়েবসাইট: Click Here 
Previous Post Next Post