পশ্চিমবঙ্গে স্বাস্থ্য দপ্তরে নতুন কর্মী একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। Group D, ক্লার্ক ও স্টাফ নার্স সহ মোট ১৩ পদে প্রচুর শূন্যপদে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ করা হবে। এখানে রাজ্যে যে কোন জেলার যোগ্যপ্রার্থী পুরুষ ও মহিলা আবেদন করতে পারবে। রাজ্যের ২৩ টি জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তো স্থাস্থ্য দপ্তরে কোন কোন পদে এই কর্মী নিয়োগ হবে, যোগ্যতা কি লাগবে, বয়সসীমা কি লাগবে, এই সমস্ত তথ্য জানতে আজকের এই প্রতিবেদন।
পদের নাম- স্বাস্থ্য দপ্তরের এই নিয়োগের বিজ্ঞপ্তি মোট ১২ পদে কর্মী নিয়োগ কথা নোটিসে উল্লেখ করেছে। যেমন;- Group D, লোয়ার ডিভিশন ক্লার্ক, ল্যাবটোরি অ্যাটেনডেন্ট এছাড়াও আরও ৯ টি পদে নিয়োগ করা, বাকি পদের নাম এবং যোগ্যতা জানতে বিজ্ঞপ্তি চেক করুন।
শূন্যপদ সংখ্যা- মোট ৩২৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। নোটিশ ডাউনলোড করে পদ ভিত্তিক শূন্যপদ দেখেনিন।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনের জন্য আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ, GNM নার্সিং পাশ এবং গ্রাজুয়েশন পাশ এছাড়াও আরও উচ্চারণ যোগ্যতায় নিয়োগ করা হবে। নোটিশ ডাউনলোড করে প্রতিটি পদ ভিত্তিক শিক্ষাগত যোগ্যতা কি লাগছে দেখেনিন।
বয়স সীমা:- আবেদনকারীকে ১৮ - ৪০ - ৬০ বছরের মধ্যে বয়স হতে হবে। 01/01/2022 হিসাবে বয়স হিসাব করা হবে। প্রতিটি পদে আলাদা আলাদা বয়স রয়েছে, নোটিশ ডাউনলোড করে দেখেনিন।
বেতন:- প্রতি মাসে 20,000 থেকে 60,000 টাকা বেতন দেওয়া হবে। প্রতিটি পদে আলাদা আলাদা বেতন রয়েছে।
আবেদন পদ্ধতি:- সরাসরি আবেদনকারিরা অনলাইনে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। প্রথমে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে নোটিস ডাউনলোড করে বিস্তারিত দেখেনিন তারপর জেনে বুঝে বিস্তারিত তথ্য দেখে অনলাইনে আবেদন করুন অনলাইনে আবেদন লিংক নিচে আছে।
আবেদনের শেষ তারিখ:- 13/01/2022 - 22/01/2022
আপনি এই চাকরিটি করতে ইচ্ছুক হলে তাহলে চাকরি সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে পারেন নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টা ডাউনলোড করে।
Official Notice Download- Click here
Apply Online- Click here